তামার উপর ৫০ শতাংশ শুল্ক ট্রাম্পের, বিপাকে ভারত
১০ জুলাই ২০২৫১ অগাস্ট থেকে তামার আমদানির উপর ৫০ শতাংশ শুল্ক ঘোষণা করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পাশাপাশি ব্রাজিল থেকে আমদানির উপর আরো ৫০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার হোয়াইট হাউসে এই ঘোষণা করেছেন ট্রাম্প।
এদিন ট্রাম্প বলেছেন, ''জাতীয় নিরাপত্তার মূল্যায়নের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।'' বস্তুত, বাণিজ্য সংক্রান্ত জাতীয় নিরাপত্তার ২৩২ নম্বর ধারায় তামার উপর একটি মূল্যায়ন চলছে অ্যামেরিকার। সেই বিষয়টিই এদিন উল্লেখ করেছেন ট্রাম্প।
ব্রাজিলকে বার্তা
সম্প্রতি ব্রাজিলে ব্রিকস-এর সম্মেলন হয়েছে। সেখানে নাম না করেট্রাম্পের শুল্কনীতির সমালোচনা করা হয়েছে। এনিয়ে আগেই সতর্ক করেছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন, যে দেশগুলি অ্যামেরিকার শুল্কনীতির বিরোধিতা করবে, তাদের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানো হবে। তবে বুধবার ট্রাম্প যে ঘোষণা করেছেন, তা আরো ভয়ংকর। ব্রাজিলকে ট্রাম্প জানিয়েছেন, ১ অগাস্ট থেকে ব্রাজিল থেকে আমদানিকৃত পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক ধার্ষ করা হবে। এর ফলে বিরাট সমস্যায় পড়বে ব্রাজিল। অ্যামেরিকার সঙ্গে ব্রাজিলের একটি ভারসাম্যমূলক বাণিজ্য সম্পর্ক আছে। ট্রাম্পের এই নীতির ফলে ব্রাজিলের বাণিজ্য মার খাবে বলেই মনে করা হচ্ছে।
ট্রাম্প সরাসরি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাকে চিঠি দিয়ে অতিরিক্ত শুল্কের কথা জানিয়েছেন। বস্তুত, লুলা যেভাবে তার আগের প্রেসিডেন্ট জাইয়া বলসোনারোর বিরুদ্ধে একের পর এক মামলা করছেন, তার বিরোধিতা করেছেন ট্রাম্প। লুলার এই পদক্ষেপকে 'উইচ হান্ট' বলে ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ, লুলা স্বাধীন নির্বাচন পদ্ধতির অবমাননা করেছেন, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং সর্বোপরি অ্যামেরিকার বিরুদ্ধে কিছু গোপন ব্যবস্থা গ্রহণ করেছেন। ট্রাম্প ব্রাজিলের সঙ্গে অ্যামেরিকার বাণিজ্য সম্পর্ক নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করেছেন। সেই কমিটির রিপোর্ট এলে ব্রাজিলের উপর শুল্ক আরো বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।
ট্রাম্পকে উত্তর দিয়েছেন লুলা। জানিয়েছেন, অ্যামেরিকা অতিরিক্ত শুল্ক ধার্য করলে ব্রাজিলও সমপরিমাণ শুল্ক ধার্ষ করতে বাধ্য হবে।
তামার শুল্ক
তামার ব্যবহার নিয়ে মঙ্গলবার পার্লামেন্টে বিশেষ ঘোষণা করেছেন ট্রাম্প। চিলে থেকে দ্রুত তামা রপ্তানির কথা বলেছেন তিনি। অ্যামেরিকায় তামা নিয়ে কাজ করা সংস্থাগুলির পুনর্জ্জীবনের কথাও বলেছেন তিনি। ট্রাম্পের কথায়, ''বিমান, সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি এবং সামরিক ক্ষেত্রে বিপুল পরিমাণ তামার প্রয়োজন হয়। আগের সরকার এই তামা শিল্প কার্যত শেষ করে দিয়েছিল।''
ভারতে প্রভাব
২০২৪-২৫ সালে ভারত গোটা বিশ্বে ২ বিলিয়ন মার্কিন ডলারের তামা এবং তামাজাত দ্রব্য রপ্তানি করেছে। এর মধ্যে শুধুমাত্র অ্যামেরিকাতেই রপ্তানি করা হয়েছে ৩৬০ মিলিয়ন ডলার মূল্যের তামা। ফলে ট্রাম্পের এই ঘোষণা ভারতকে বড় সমস্যার মুখে ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তার চেয়েও বড় সমস্যা হতে চলেছে ওষুধ নিয়ে। ট্রাম্প জানিয়েছেন, এরপর ওষুধের উপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসতে পারে। ওষুধ নিয়ে ভারতের সঙ্গে অ্যামেরিকার বড় বাণিজ্য সম্পর্ক। ফলে অ্যামেরিকা এই শুল্ক ধার্য করলে ভয়াবহ সমস্যায় পড়বে ভারতের ওষুধ বাজার।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)