ঢাবি শিক্ষক রুমানার দুই চোখ নষ্ট হয়ে গেছে!
২১ জুন ২০১১বিএনপি নেতারা বলছেন বিরোধী দলের প্রতি আলোচনার যে আহ্বান সরকার জানিয়েছিল তাতে কোনো আন্তরিকতা ছিল না৷ প্রথম আলো দিয়েছে এসব তথ্য৷
কালের কন্ঠ বলছে বিষয়টি নিয়ে গতকাল রাতে খালেদা জিয়ার সঙ্গে দলের কয়েকজন শীর্ষনেতার আলোচনা হয়েছে৷ আর আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক ডাকা হয়েছে৷ সেখানে মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রেক্ষিতে কী করণীয় সেটা ঠিক করা হবে৷ বৈঠকে সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে কালের কন্ঠ খবর দিয়েছে৷
কিবরিয়া হত্যা মামলা
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়েছে৷ এতে নতুন করে ১৪ জনকে আসামী করা হয়েছে৷ এবার তবে কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়ার অভিযোগ, আগের মতো এই অভিযোগপত্রেও ‘আসল অপরাধীদের' আড়াল করা হয়েছে৷ লোক দেখানোর জন্য নতুন করে কয়েকজন হুজি মানে হরকাতুল জিহাদ টাইপের ‘চুনোপুঁটির নাম' অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন আসমা৷ বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম দিয়েছে এসব তথ্য৷
এদিকে প্রথম আলোতে এই মামলার সাবেক প্রধান আসামী হবিগঞ্জ বিএনপির তৎকালীন সহসভাপতি আব্দুল কাইয়ুমের সাক্ষাৎকার ছাপা হয়েছে৷ তিনি বলছেন বিএনপি চাইছিল তাঁর বিনিময়ে কিবরিয়া হত্যা মামলার তদন্ত শেষ করে দিতে৷ এজন্য টানা ৪১ দিন রিমান্ডে রেখে তাঁকে ব্যাপক নির্যাতন করা হয়েছে বলেও জানান তিনি৷
ঢাবি শিক্ষক
স্বামীর হাতে নির্যাতিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের দুই চোখই নষ্ট হয়ে গেছে৷ তাই মেয়ে আনুশাহকে আর কোনোদিন তিনি দেখতে পারবেন না বলে তিনি কাল অনেক কেঁদেছেন৷ সঙ্গে স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন৷
রুমানার বাবা প্রথম আলোকে বলেছেন ভারতের চিকিৎসকেরা তাঁদের কোনো আশার কথা শোনাতে পারেননি৷ তবে একটা চোখ ভাল করা যাবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আরও দুইমাস পর৷
গ্রন্থনা: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম