ঢাকা থেকে কলকাতা এলে ডেঙ্গু-পরীক্ষা, আপত্তি নেই মন্ত্রীর
২৮ জুলাই ২০২৩বাংলাদেশে এখন প্রবলভাবে ডেঙ্গু হচ্ছে। চলতি বছরে মারা গিয়েছেন ১২৭ জন। কিছুদিন আগে একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সাড়ে পাঁচ হাজার মানুষ। রোজই ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।
কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়াচ্ছে। সেখানে ইতিমধ্যেই পাঁচজন মারা গেছেন। ডেঙ্গু ছড়াতে থাকায় কলকাতা পুরসভা কিছু সিদ্ধান্ত নিতে চলেছে। তার মধ্যে অন্যতম হলো, বাংলাদেশ থেকে আসা মানুষদের রক্তপরীক্ষা করা এবং নিশ্চিত হওয়া যে, তাদের ডেঙ্গু হয়নি। পুরসভার স্বাস্থ্য দপ্তরকে ইতিমধ্যেই এই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ডেঙ্গু আসছে। যাদের হয়েছে, তারা সবাই বাংলাদেশ থেকে এসেছেন। প্রতিবেশী দেশ। কিছু করার নেই।''
বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এখন কলকাতায়। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেছেন, ''ভারত সতর্কতামূলক ব্যবস্থা নিতেই পারে। তাতে কোনো আপত্তি নেই। একসময় কোভিড ১৯-এও তো নেয়া হয়েছিল।''
তার দাবি, বাংলাদেশে সরকার ডেঙ্গু প্রতিরধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জিএইচ/এজি(পিটিআই, আনন্দবাজার)