ডাস্টবিন থেকে মূল্যবান পেইন্টিং উদ্ধার
১১ ডিসেম্বর ২০২০জার্মান পুলিশ একটি কাগজ ফেলার বিনের ভেতর থেকে চিত্রকর্মটি খুঁজে পাওয়ায় মূল্যবান পেইন্টিংটি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, নভেম্বর মাসের শেষে এক ব্যবসায়ী ড্যুসেলডর্ফ বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে পেইন্টিংটি ফেলে যায়, যার মূল্য দুই লাখ ৮০ হাজার ইউরো বা তিন লাখ ৪০ হাজার মার্কিন ডলার৷
এক ব্যবসায়ী তেলআবিব যাওয়ার জন্য বিমানে ওঠার আগে বোর্ডিংয়ের সময় মনে করতে পারেন যে এয়ারপোর্টে ভুলে পেইন্টিংটি কথা ফেলে এসেছেন৷ বিমান ইসরায়েলে অবতরণ করার সাথে সাথেই তিনি ড্যুসেলডর্ফের পুলিশের সাথে যোগাযোগ করেন৷
বেলজিয়াম থেকে পেইন্টিং হারানো ব্যক্তির ভাগনে ড্যুসেলডর্ফ বিমানবন্দরের কাছে পুলিশ স্টেশনে খবরটি জানালে তারা এয়ারপোর্টের ক্লিনিং বা পরিচ্ছন্নতা বিভাগের সাথে যোগাযোগ করেন৷ তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে পেইন্টিংটি পাওয়া যায় কাগজ ফেলার বিনের ভেতর৷ ছবিটি পাওয়ার পর পুলিশের মুখপাত্র আন্দ্রে হার্টভিগ বলেন, এটা এ বছর আমাদের সবচেয়ে বড় আনন্দের খবরগুলোর একটি, যা সত্যিকার অর্থেই গোয়েন্দার কাজ ছিল৷
স্যুরিয়ালিস্ট বা পরাবাস্তববাদী চিত্রশিল্পী ইয়েভেস টাঙ্গুর জন্ম ১৯০০ সালে৷ ৫৫ বছর বয়সে মারা যান তিনি৷
বুধবার ইয়েভেস টাঙ্গুর মূল্যবান শিল্পকর্মটি প্রকৃত মালিক নিয়ে যান৷
এনএস/এসিবি (ডিপিএ, এপি)