ট্রেভর বেইলিস কলকাতা নাইট রাইডার্স’এর কোচ হলেন
৫ জানুয়ারি ২০১২কলকাতা নাইট রাইডার্সের এক মালিক বলিউডের সুপারস্টার শাহরুখ খান একটি বিবৃতিতে বলেছেন, ‘‘ট্রেভর বেইলিস'কে আমাদের হেড কোচ হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা খুশি৷ তার ব্যাপক অভিজ্ঞতা, অত্যন্ত সফল কর্মকাণ্ড এবং উপমহাদেশের ব্যাপারস্যাপার সম্পর্কে জ্ঞানের পরিপ্রেক্ষিতে কেকেআর'কে কৃতিত্বের পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনিই সঠিক ব্যক্তি বলে আমাদের বিশ্বাস৷''
কেকেআর'এর অপর মালিক জয় মেহতা'ও মনে করেন যে, বেইলিস'এর ব্যক্তিত্ব, তার নম্রতা এবং কার্যকারিতা দলের পক্ষে একটি আদর্শ সংমিশ্রণ হয়ে দাঁড়াবে৷ বেইলিস নিজেও বলেছেন, তিনি আইপিএ এবং কেকেআর'এর পার্ফর্মেন্স সম্পর্কে ওয়াকিবহাল এবং এই দলের অঙ্গ হতে পেরে সম্মানিত বোধ করছেন৷ তার উদ্দেশ্য হবে, দলের সকলের সঙ্গে একত্রে কাজ করে সর্বোচ্চ সাফল্য অর্জনের চেষ্টা করা৷
৪৯ বছর বয়সি বেইলিস হবেন জন বুকানান এবং হোয়াটমোর'এর পর কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় অস্ট্রেলীয় কোচ৷ বেইলিস নিজে ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন৷ শ্রীলংকা ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারতের কাছে হারার পর তিনি বিদায় নেন৷ অপরদিকে কেকেআর দশ-দলের আইপিএল টুর্নামেন্টে গতবছর চতুর্থ হয়৷ এ'বছর আইপিএল'এর পঞ্চম সংস্করণ চলবে এপ্রিল ৪ থেকে মে ২৭ অবধি৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক