ট্রাম্পের শুল্কের জবাবে পদক্ষেপ নেওয়ার ঘোষণা ইইউর
১৩ জুলাই ২০২৫ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় ‘সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ' নেওয়া হবে৷ ইউরোপীয় ইউনিয়নের সকল পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ৩০ ভাগ শুল্ক আরোপের ঘোষণার পর এমন মন্তব্য করেন ইইউ প্রেসিডেন্ট৷
প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, ‘‘১ আগস্টের আগ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করে যাবে জোট৷'' সেইসাথে তিনি তাও স্মরণ করিয়ে দেন যে, ইউরোপীয় ইউনিয়নের নিজের স্বার্থ সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত৷
ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা
তার আগে শনিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইইউর পণ্যের উপর ৩০ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ আগামী ১ আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে৷
চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই শুল্ক আরোপর কথা বলে আসছিলেন ডনাল্ড ট্রাম্প৷ এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপর পর তা ৯০ দিনের জন্য প্রত্যাহার করে নিয়েছিলেন ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট বলছেন, বাণিজ্য ঘাটতি দূর করতে এমন পদক্ষেপের পরিকল্পনা করছে হোয়াইট হাউস৷
তবে বিশ্লেষকেরা বলছেন, এমন শুল্ক আরোপের ফলে বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হতে পারে এবং সেই সাথে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে৷
এদিকে ইইউর পণ্যের উপর ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে ‘মুখের উপর চড় দেওয়া' বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রধান বেয়ার্ন লাংগে৷ এ বিষয়ে তিনি পালটা পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান৷
রোশনি মজুমদার/আরআর/জেডএ