ট্রাম্পের ‘বাণিজ্য যুদ্ধের’ কোপানলে বিশ্ব
২ এপ্রিল একসঙ্গে বিশ্বের ১৬৪টি দেশের উপরে ‘রেসিপ্রোকাল’ বা পারষ্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ এই তালিকায় বাংলাদেশ থেকে শুরু করে আছে আফ্রিকার দেশ লেসোথোও৷
বেশি চাপে এশিয়া
ট্রাম্পের শুল্ক বেড়াজালে সবচেয়ে বেশি চাপে পড়েছে এশিয়ার দেশগুলো৷ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার পণ্য রপ্তানির উপর বসেছে ৪৯ শতাংশ শুল্ক। লাওসের পণ্যের উপরে দেয়া হয়েছে ৪৮ শতাংশ শুল্ক৷ এরপরই রয়েছে ভিয়েতনাম৷ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে অন্যতম শক্তিশালী দেশটির উপর পড়েছে ৪৬ শতাংশ শুল্কভার৷ থাইল্যান্ডের ৩৬ শতাংশ এবং চীনের পন্যের উপর ৩৪ শতাংশ কর বসানোর ঘোষণা দেয়া হয়েছে৷
দক্ষিণ এশিয়ায় চাপে শ্রীলঙ্কা ও বাংলাদেশ
একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য৷ তৈরি পোশাক থেকে শুরু করে বাংলাদেশের পণ্যের উপর দেশটিতে এখন ৩৭ শতাংশ শুল্ক বসবে৷ এই অঞ্চলে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে শ্রীলঙ্কার উপরে (৪৪%)৷ তৈরি পোশাকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারতের পণ্যের উপরে বসছে ২৬ শতাংশ শুল্ক৷ আর পাকিস্তানের উপরে বসেছে ২৯ শতাংশ৷ সর্বনিম্ন ১০% শুল্ক নেপালের উপরে৷
বাদ যায়নি মিত্ররাও
কয়েক দশকের ট্রান্স- আটলান্টিকের সুসম্পর্কে ছেদ টেনে ইউরোপের উপরের নতুন শুল্ক আরোপ করলেন ট্রাম্প৷ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ইউরোপিয়ান ইউনিয়নকে গুনতে হবে ২০ শতাংশ শুল্ক৷ সুইজ্যারল্যান্ড ও যুক্তরাজ্যের উপর বসেছে ৩১% ও ১০ শতাংশ করে৷
তালিকার বাইরে প্রতিবেশীরা
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র ক্যানাডা ও মেক্সিকোর উপর নতুন করে শুল্ক বসানো হয়নি৷ তবে চলতি বছর মার্চ মাসে দুই দেশের উপর ২৫ শতাংশ কর আরোপ করা হয়, যার প্রেক্ষিতে ক্যানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রে সম্পর্কের টানাপড়েন শুরু হয়েছে৷
সুবিধাজনক অবস্থানে লাতিন অ্যামেরিকা
ট্রাম্প প্রশাসনের শুল্কের কোপানলে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থায় রয়েছে দক্ষিণ অ্যামেরিকার দেশগুলো৷ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরি সম্পর্ক থাকা ভেনেজুয়লার উপরে ১৫ শতাংশ, গায়ানার উপরে বসছে ৩৮ শতাংশ শুল্ক৷ মহাদেশের বৃহত্তম অর্থনীতি ব্রাজিলকে গুণতে হবে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক৷ একই হার প্রযোজ্য চিলি ও কলম্বিয়ার জন্যেও।
বিপাকে আফ্রিকার দেশগুলোও
আফ্রিকা মহাদেশের ছোট্ট দেশ লোসোথোর উপর বসেছে সবচেয়ে বেশি ৫০ শতাংশ শুল্ক৷ তার প্রতিবেশী সাউথ আফ্রিকাকে গুণতে হবে ৩১ শতাংশ৷ এছাড়া মাদাগাস্কারকে ৪৭ শতাংশ, মরিশাসকে ৪০ শতাংশ, বতসোয়ানাকে ৩৭ শতাংশ, অ্যাঙ্গোলার পণ্যে ৩২ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে৷
বিশ্বজুড়ে প্রতিক্রিয়া
ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড় পড়েছে৷ চীন জানিয়েছে, তারা মার্কিন শুল্কের পাল্টা ব্যবস্থা নেবে৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি বলেছেন, ট্রাম্প বন্ধুর মতো কাজ করেননি৷ আলোচনা ব্যর্থ হলে পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন৷ জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এই সিদ্ধান্তকে 'মৌলিকভাবে ভুল' বলেছেন।