ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার সুপারিশ, তারপর নিন্দা পাকিস্তানের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার একদিন পর ইরানে হামলার জন্য নিন্দা জানিয়েছে পাকিস্তান৷ ছবিঘরে বিস্তারিত...
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা
১৩ জুন ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে৷ রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িয়ে পড়েছে৷ ইরানে হামলার বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে এমন ঘোষণার দুইদিন পরই দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র৷
হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান
এদিকে ইসরায়েল-ইরান যুদ্ধ চলার সময়ে ১৮ জুন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির৷ এই প্রথম একজন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের রাষ্ট্রপ্রধান নন এমন কোনো সেনাপ্রধানকে আতিথ্য দিলেন৷
ডনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার প্রস্তাব
ইসরায়েল-ইরান যুদ্ধ, সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর এসব কিছুর মাঝে নতুন এক ঘোষণা দিয়েছে পাকিস্তান৷ গত শনিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করবে দেশটি৷ বলা হয়, গত মাসে ভারত-পাকিস্তান সংঘাত থামাতে ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ এবং নেতৃত্বের’ জন্য এ সুপারিশ করবে পাকিস্তান সরকার৷
নেপথ্যে আসিম মুনির?
ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য বিবেচনার কথা আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরই বলেছিলেন৷ হোয়াইট হাউসে মুখপাত্র আনা কেলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ ঠেকাতে ভূমিকা রাখায় ডনাল্ড ট্রাম্পকে শান্তিতে পুরস্কার দেয়ার কথা বলার পর আসিম মুনিরকে হোয়াইট হাউসে আতিথেয়তা দেওয়া হয়েছে৷
ভিন্ন সুর পাকিস্তানের
ঠিক একদিন পরই পাকিস্তানের সরকারের পক্ষ থেকে ভিন্ন সুরে কথা বলা হয়েছে৷ যে কারণে ডনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সুপারিশের কথা বলা ঠিক তার বিপরীত কারণে তার নিন্দা জানিয়েছে পাকিস্তান৷ শনিবার নোবেল পুরস্কারের বিষযে বলায় পর, রোববারই ইরানে হামলা চালানোয় ডনাল্ড ট্রাম্পের নিন্দা জানিয়েছে ইসলামাবাদ৷
যুক্তরাষ্ট্রের নিন্দায় পাকিস্তান
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের লংঘন বলে উল্লেখ করেছে পাকিস্তান সরকার৷ ইরানে চলমান সংকট কাটাতে কূটনীতি একমাত্র পথ বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে৷
আরআর/এসিবি (রয়টার্স, এপি)