ট্রাম্প আমদানি পণ্যে শুল্ক বাড়ালে ‘খরচ বাড়বে' মার্কিনিদেরই
২৭ মার্চ ২০২৫বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘নতুন বাণিজ্য বাধার কারণে প্রতিষ্ঠানটি তাদের সরবরাহ চেইনে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে৷''
বর্তমানে এইচঅ্যান্ডএম-এর প্রধান উৎপাদন কেন্দ্র চীনে, যেখানে ট্রাম্প এরইমধ্যে আমদানির ওপর ২০% অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন৷ এছাড়া, বাংলাদেশসহ আরো কয়েকটি দেশ ‘পারস্পরিক শুল্কের' ঝুঁকিতে রয়েছে, যা ২ এপ্রিল ঘোষণা করা হতে পারে৷
মার্কিন যুক্তরাষ্ট্র এইচঅ্যান্ডএম-এর দ্বিতীয় বৃহত্তম বাজার হওয়ায় প্রতিষ্ঠানটি শুল্কের প্রভাব সামাল দিতে দাম বাড়াতে পারে৷
‘‘পরিশেষে এই খরচ ভোক্তাদেরই বহন করতে হবে,'' বলেন এরভার৷ পাশাপাশি তিনি আরও যোগ করেন, ‘‘আমরা ন্যায়সঙ্গত ও সমান বাণিজ্যে বিশ্বাসী, কিন্তু শুল্ক বৈশ্বিক বাণিজ্যের উন্নয়নে সহায়ক নয়৷''
প্রধান নির্বাহী ড্যানিয়েল এরভার জানান যে, এইচএন্ডএম শুল্ক আরোপের উপর নজর রাখছে এবং প্রস্তুতি নিচ্ছে৷ যদিও ট্রাম্পের আগামী সপ্তাহের ঘোষণায় কোন দেশগুলিকে অন্তর্ভূক্ত করা হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকায় বর্তমান অবস্থাকে একটি ‘চলমান অবস্থা' হিসেবে আখ্যা দিয়েছেন তিনি৷
এএনএস/এসিবি (রয়টার্স)