টিম ইন্ডিয়ার ওপর তরুণদের চাপ বাড়ছে
১৫ জানুয়ারি ২০১২অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে দলের সিনিয়র খেলোয়াড়দের পারফরমেন্স যথেষ্ট হতাশাজনক৷ ৩৭ বছরের ভিভিএস লক্ষণ করেছেন ১৭ গড়ে ১০২ রান৷ আরেক সিনিয়র খেলোয়াড় ৩৯ বছর বয়সি দ্রাবিড় করেছেন ২৮ গড়ে ১৬৮ রান, ৩৩ বছরের বিরেন্দ্র শেওয়াগের সংগ্রহ চলতি সিরিজে মাত্র ১১৮ রান৷ এই অবস্থাতে দলের এইসব সিনিয়র খেলোয়াড়দের বাদ দিয়ে নতুন খেলোয়াড়দের নেওয়া জরুরি হয়ে উঠেছে৷ দলে অধিনায়ক ধোনি এই চাপের কথা স্বীকার করছেন৷ তবে একসঙ্গে সব সিনিয়রদের বাদ দেওয়ার পক্ষ নন তিনি৷ ধোনি জানান, নতুনদের সঙ্গে সিনিয়রদের অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজন রয়েছে৷ এছাড়া অনেক তরুণ ব্যাটসম্যান রয়েছেন যারা কেবল ভারতের মাটিতেই ভালো ব্যাট করেন৷ ধোনির মতে তাদেরকে বিদেশের মাটিতেও ভালো করতে হবে৷
অসি দলের লক্ষ্য এক নম্বর
এদিকে টেস্টে নিজেদের অবস্থান ক্রমেই সুসংহত করছে অসি দল৷ চলতি সিরিজ শেষে তারা আইসিসির তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকাকে টপকে যাবে৷ তবে দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক জানিয়েছেন, তাদের লক্ষ্য আবারও টেস্ট ক্রিকেটের সেরা জায়গাটি দখল করা৷ তাই এখনই থামলে চলবে না৷ উল্লেখ্য, গত বছরের মার্চে রিকি পন্টিং এর কাছ থেকে অধিনায়কের দায়িত্ব এসে পড়ে ৩০ বছরের মাইকেল ক্লার্কের কাঁধে৷ তার পর থেকে এখন পর্যন্ত কোন টেস্ট সিরিজে হারেনি অসি দল৷ ইতিমধ্যে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং এখন ভারতের বিরুদ্ধে টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: আরাফাতুল ইসলাম