জ্যাভলিনে বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া
২৮ আগস্ট ২০২৩বিজ্ঞাপন
নীরজ চোপড়া এখন বিশ্ব চ্যাম্পিয়ন। বুদাপেস্টে বিশ্ব অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি জ্যাভলিন থ্রোতে সোনা পেয়েছেন।
রোববার রাতে তিনি ৮৮ দশমিক ১৭ মিটার জ্যাভলিন ছুঁড়েছেন। এটা তার নিজের রেকর্ড। পাকিস্তানের আর্শাদ নাদিম ছুঁড়েছেন ৮৭ দশমিক ৮২ মিটার।
হরিয়ানার ২৫ বছর বয়সী নীরজ ভারতের প্রথম অ্যাথলিট যিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিনশিপে সোনা পেলেন। এর আগে নীরজ অলিম্পিকেও সোনা পেয়েছিলেন।
এবার জ্যাভলিনের মূল পর্বে দশজনের মধ্যে নীরজ-সহ তিনজন ভারতীয় অ্যাথলিট ছিলেন। এর মধ্যে কিশোর জেনা পঞ্চম ও ডিপি মণু ষষ্ঠ হয়েছেন।
জিএইচ/এসজি(পিটিআই, রয়টার্স)