জেনারেল মুশাররাফের কাশ্মীর ইস্যুতে উদ্বেগ
১৩ অক্টোবর ২০০৪মুশাররাফ স্পষ্ট ভাষায় বললেন,ইসলামাবাদ সবসময় চায় কাশ্মীরের জনগণ গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে৷ তিনি বলেন কাশ্মীর সমস্যার সমাধানের জন্য ভারত-পাকিস্তান উভয় পক্ষকেই তাদের একগুঁয়ে মনোভাব ছেড়ে একদিন সত্যিকার সমাধানের পথে আসতে হবে৷
১৩ অক্টোবর ভারতের এশিয়ান এজ পত্রিকায় প্রকাশিত সাক্ষাত্ কারে মুশাররাফ বলেছেন,কাশ্মীর ইস্যুটিকে সুনির্দিষ্ট করতে হবে,ঐ অন্চল থেকে সেনা প্রত্যাহার করে একে বিশেষ মর্যাদা দেয়া জরুরী৷
কন্ঠস্বর চড়া করে মুশাররাফ জাতীয়তাবাদী ভঙ্গীতে বললেন,আমি বাস্তববাদী মানুষ, আমি জানি পাকিস্তান কখনো ভারতের ওপর কড়া শর্ত আরোপ করতে পারবে না, তাই বলে ভারত পাকিস্তানের ওপর কড়া শর্ত আরোপ করবে তা-ও হতে পারে না৷ তবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং -এর সাথে বৈঠক প্রসঙ্গে বলেছেন,ডঃ সিং -এর মনোভাব ইতিবাচক মনে হয়েছে৷
মুশাররফ বললেন, আর কতকাল মূল এজেন্ডা চেপে রেখে আমরা কেবল রুটিন আলোচনা করবো৷ তবে একটা প্রচ্ছন্ন আশাবাদ প্রকাশ করলেন মুশাররাফ৷বললেন অন্ধকার সুড়ঙ্গের শেষপ্রান্তে একবিন্দু আলো দেখা যাচ্ছে৷