জুরিখে ছুরি হামলার অভিযোগে অস্ট্রেলীয় আটক
২৪ ফেব্রুয়ারি ২০২৫৪১ বছরের এক ব্যক্তিকে একটি দোকানে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়৷ হামলার পর অস্ট্রেলীয় ব্যক্তিকে ঘটনস্থাল থেকে আটক করা হয়৷ আহত ব্যক্তিকে তখনই হাসপাতালে প্রেরণ করা হয়৷
শনিবারের হামলাটির উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো কিছু জানতে পারেনি৷ এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে৷
হামলাকারীর পরিচয় সম্পর্কেও বিস্তারিত জানায়নি পুলিশ৷
সাম্প্রতিক সময়ে ইউরোপের বেশ কয়েকটি শহরে ছুরি হামলার ঘটনা ঘটেছে৷ সর্বশেষ ঘটনায় ফ্রান্সের মুলহাউসে ছুরি হামলার অভিযোগে এক আলজেরীয়কে আটক করা হয়৷ তার আগে জার্মানির রাজধানী বার্লিনে হলোকাস্ট মেমোরিয়ালে হামলা চালায় এক সিরীয়৷
এদিকে গত বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের হারডেচ কারলোভে শহরের একটি শপিং সেন্টারে ছুরি হামলা চালিয়ে দুই নারীকে হত্যা করে এক তরুণ৷
শনিবার অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহরে সন্দেহভাজন এক সিরীয় আশ্রয়প্রার্থীকে আটক করা হয়৷ ধারণা করা হচ্ছে, এই সিরীয় ছুরি নিয়ে এলেপাতাড়ি হামলার পরিকল্পনা করছিল৷
আরআর/এসিবি (রয়টার্স)