জার্মানির বাড নাউহাইমে জোড়া খুন, চলছে পুলিশি তদন্ত
২১ এপ্রিল ২০২৫খুন হওয়া দুই তুর্কি নাগরিকের দুই জনই পুরুষ৷ সম্পর্কে তারা শ্বশুর-জামাই৷ শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় তাদের দুই জনকেই গুলি করে হত্যা করা হয়৷
পুলিশ জানিয়েছে, ওইদিন একটি অ্যাপার্টমেন্ট ব্লকের সামনে এই দুই জনের মরদেহ পাওয়া যায়৷ জার্মানির বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত ফ্রাঙ্কফুর্ট শহর থেকে বাড নাউহাইমের দূরত্ব ৩৫ কিলোমিটার৷
রোববার (২০ এপ্রিল) ইস্টার সানডের ছুটির দিনেও সন্দেহভাজন আসামির খোঁজে তৎপর ছিল পুলিশ৷
পুলিশের ভাষ্য
জার্মান পুলিশ জানিয়েছে, গুলিতে নিহত একজনের বয়স ৫৯ বছর এবং তার জামাতার বয়স ২৮ বছর৷ তাদের সম্পর্কে পুলিশের কাছে আগের কোনো তথ্য ছিল না৷
এই জোড়া খুনের সঙ্গে সন্দেহভাজন হিসাবে একজন নাকি একাধিক ব্যক্তি জড়িত, তা নিয়েও কোনো সিদ্ধান্ত আসতে পারেনি পুলিশ৷ তাই সবদিক আমলে নিয়েই কাজ করছেন তারা৷
গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের পরপর সন্দেহভাজন আসামির খোঁজে শুরু হয় অভিযান৷ এতে পুলিশ ছাড়াও অংশ নিয়েছে জার্মান বিশেষ বাহিনী বা এসইকে৷ হেলিকপ্টার দিয়েও টহল দেয়া হয়েছিল৷
জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, এ ঘটনায় কাছের শহর নিডেরাউ-এরবস্টাডট থেকে দুই জনকে আটক করেছিল এসইকে৷ কিন্তু জোড়া খুনের ঘটনায় কোনো সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে৷
জার্মান পুলিশ মনে করছে, হত্যাকাণ্ডের পেছনে ‘ব্যক্তিগত উদ্দেশ্য'' থাকতে পারে৷
ওই ঘটনার জেরে বাড নাউহাইমে আতঙ্ক কাজ করলেও পুলিশ নিশ্চিত করেছে, শহরটিতে বিপদের আর কোনো শঙ্কা নেই৷
শোকগ্রস্ত বাড নাউহাইম
ঘটনার পরদিন রোববার অনলাইনে শোক জানিয়েছে বাড নাউহাইমের স্থানীয় সরকার৷ তারা লিখেছেন, ‘‘আমাদের চিন্তা-ভাবনা জুড়ে রয়েছেন ভুক্তভোগীরা এবং আমাদের পরিবারের সদস্যরা৷''
শোকবার্তায় আরো বলা হয়েছে, ‘‘আমাদের ছুটির দিনে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, তবুও আমাদের মনে রাখা উচিত ইস্টার আশা এবং পুনর্জাগরণের একটি শক্তিশালী প্রতীক৷''
এতে আরো বলা হয়েছে, ‘‘আসুন, এই চ্যালেঞ্জিং সময়ে নতুন করে শুরু করার শক্তিকে ধারণ করি৷''
টিএম/এসিবি (এএফপি, এপি, ডিপিএ ও জার্মান সংবাদমাধ্যম)