জার্মানির কাগজ শিল্পের ভবিষ্যৎ সুরক্ষায় সবুজ জ্বালানি
৪ জুন ২০২৫বন্ধ হওয়া কাগজকলের একটি ‘মেলডর্ফ'৷ সেখানে ১৩০ জন কর্মী কাজ করতেন৷ তাদের আর চাকরি নেই - তাদের মধ্যে একজন রল্ফ স্নাইডার৷ তিনি বলেন, ‘‘এটা সত্যিই আপনার উপর প্রভাব ফেলে৷ এটা সত্যিই একটা বড় ধাক্কা৷ ২৯ বছর চাকরি করার পর দেউলিয়া প্রশাসকের দেওয়া চাকরিচ্যুতির কাগজে সই করার মাধ্যমে সব শেষ হয়ে যাবে৷''
কাগজকলটি বন্ধের মূল কারণ সম্ভবত ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়া৷ নির্দিষ্ট করে বললে দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল বলে জানান ব্যবস্থাপনা পরিচালক উলরিকে লেম৷
ঘাস থেকে কাগজ তৈরির মাধ্যমে একটি নতুন ও টেকসই পণ্যকে অবলম্বন করে কাগজকলটি টিকে থাকার চেষ্টা করেছিল৷ ‘‘প্রথমে পণ্যটি বেশ ভালো সাড়া ফেলেছিল৷ কিন্তু পরে চাহিদা কমে যাওয়ায় ব্যবসা স্থবির হয়ে পড়ে৷ হয়ত কাগজ শিল্প এখনও বিকল্প ফাইবারের জন্য প্রস্তুত নয়৷ অথবা হয়ত আমাদের আরেকটু সময় প্রয়োজন ছিল,'' বলেন মেলডর্ফ কাগজকল এর এমডি উলরিকে লেম৷
কাগজকলের জন্য একজন বিনিয়োগকারী খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন দেউলিয়া বিষয়ক প্রশাসক ইওয়াখিম বয়ক৷ কিন্তু সফল হননি৷ ‘‘দিনের শেষ এটা স্পষ্ট হয়ে যায় যে কাগজকলটি তার খরচ মেটাতে সক্ষম নয়৷ এছাড়া আমরা এমন কোনো বিনিয়োগকারী খুঁজে পাইনি যিনি ঝুঁকি নিতে এবং শেষ পর্যন্ত কাগজকলটিকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে ইচ্ছুক,'' বলেন তিনি৷
মেলডর্ফ কাগজকল থেকে আধ ঘণ্টা গাড়ি চালালে আরেকটি কাগজকল পাওয়া যায়৷
স্টাইনবাইস কাগজকলের সব মেশিন এখনো চলছে৷ বিদ্যুতের উচ্চ দাম সেখানে কোনো সমস্যা নয়৷ কারণ, কোম্পানির নিজস্ব বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যা বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করে৷ ব্যয়বহুল গ্যাস ছাড়াই সেটি করা হচ্ছে৷
স্টাইনবাইস এনার্গির এমডি ইয়র্গ ভার্নকে বলেন, ‘‘আমরা যে জ্বালানি ব্যবহার করি সেটাই গুরুত্বপূর্ণ পার্থক্য: ফেলে দেওয়া কাগজ প্রক্রিয়াকরণ থেকে পাওয়া উপকরণ, যা বিভিন্ন মূল্যের হয়ে থাকে৷ তাই জ্বালানি মূল্যের ওঠানামা আমাদের খুব একটা খারাপভাবে প্রভাবিত করে না৷''
স্টাইনবাইস-এ বায়ু, সৌর এবং জৈবগ্যাস উৎপাদনের সুবিধাও আছে৷ এছাড়া সম্প্রতি এটি দ্বিতীয় একটি বিদ্যুৎকেন্দ্র কিনেছে, যেটি কাঠ এবং কাগজের বর্জ্য পোড়ায়৷ এমন দুটি বিদ্যুৎকেন্দ্র থাকায় স্টাইনবাইস এমনকি জ্বালানি বিক্রিও করতে সক্ষম, এবং আন্তর্জাতিকভাবে এটি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে৷
ভার্নকে বলেন, ‘‘গ্যাসের দাম কম থাকলেও আমরা প্রতিযোগিতামূলক থাকি৷ এই প্ল্যান্টটি ২০১০ সাল থেকে চালু আছে৷ এমনকি যখন গ্যাসের দাম প্রতি কিলোওয়াট-ঘণ্টা ২ থেকে ৩ সেন্ট ছিল, তখনও আমরা প্রতিযোগীদের তুলনায় সুবিধাজনক অবস্থায় ছিলাম৷''
কোম্পানিটি ৪০ বছরেরও বেশি সময় ধরে একটি টেকসই পদ্ধতি অনুসরণ করে আসছে৷ সেটি এখন পর্যন্ত সফল প্রমাণিত হয়েছে - শুধু জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নয়, উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও: সব পণ্য ১০০ শতাংশ পুনর্ব্যবহৃত কাগজ দিয়ে তৈরি৷ এবং চাহিদা ক্রমে বাড়ছে৷
স্টাইনবাইস পাপিয়ার এর মার্ক গেবাউয়ার বলেন, ‘‘বর্তমানে অনেক কোম্পানি পুনর্ব্যবহৃত কাগজ ব্যবহারের দিকে ঝুঁকছে৷ আমাদের জন্য এর অর্থ, আয় বৃদ্ধি৷ সাধারণভাবে বলতে গেলে, পুনর্ব্যবহৃত কাগজ আর আগের মতো সস্তা নেই, এগুলোর ভাবমূর্তিও এখন ভালো৷ বরং এই কাগজকেই এখন উন্নত পণ্য হিসেবে দেখার ট্রেন্ড শুরু হয়েছে৷''
বন্ধ হতে চলা কাগজকলে ফেরা যাক৷ সেখানকার ১৩০ কর্মীর মধ্যে ৪০ জন নতুন চাকরি পেয়েছেন - তাদের মধ্যে কিছু স্টাইনবাইস-এও কাজ পেয়েছেন৷ যন্ত্রপাতিগুলি সব বিক্রি করা হবে - সম্ভবত এশিয়ার নতুন মালিকদের কাছে৷
ফাবিয়ান ডিটমান/জেডএইচ