জার্মানিতে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট
৬ মার্চ ২০২৫দুশোর বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীরা ধর্মঘটে যোগ দেবেন বলে আশা করছে ভ্যার্দি৷ পশ্চিমাঞ্চলীয় শহর কোলন, উত্তরের শহর হামবুর্গ ও মধ্য জার্মানির হেসে রাজ্যের হাসপাতাল কর্মীরা ধর্মঘটে অংশ নিচ্ছেন৷ এছাড়া হামবুর্গ, বোখুম, কোলন, জলিঙ্গেন, মানহাইম ও বার্লিনে বিক্ষোভ সমাবেশের পরিকল্পনাও রয়েছে৷
বিভিন্ন পৌরতে নিয়োগকর্তাদের সংগঠন ভিকেএ-এর প্রতিনিধি নিকলাস বেনরাট ধর্মঘটের সমালোচনা করে বলেন, এতে মূলত নাগরিকদের সমস্যা হবে৷
স্বাস্থ্য, শিক্ষা, বাস চালক ও দমকলকর্মীসহ প্রায় ২৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন বাড়ানোর দাবি জানিয়েছে ভ্যার্দি৷ তারা বেতন আট শতাংশ বৃদ্ধি, বোনাসের পরিমাণ বাড়ানো ও বাৎসরিক ছুটির সংখ্যা আরও তিন দিন বাড়ানোর প্রস্তাব করেছে৷ তবে কর্তৃপক্ষ বলছে, এসব দাবি মানা ‘অর্থনৈতিকভাবে অসম্ভব'৷
এই অবস্থায় ১৪ থেকে ১৬ মার্চ সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে৷ এই আলোচনাকে ঘিরে চাপ তৈরি করতে চাইছে ভ্যার্দি৷ এর অংশ হিসেবে শুক্রবার ধর্মঘট করবেন কিন্ডারগার্টেন কর্মীরা৷
এএনএস/জেডএইচ (ডিপিএ)