জার্মানিতে রাজনৈতিক দলকে জরিমানার অর্ধেকই অতি ডান এএফডিকে
৩০ আগস্ট ২০২৫২০১৭ সাল থেকে এ সংক্রান্ত সরকারি পরিসংখ্যান দেখে প্রতিবেদন প্রকাশ করেছে সাপ্তাহিক সংবাদপত্র ভেল্ট আম সনটাগ এবং জার্মান সংবাদ সংস্থা ডিপিএ৷
এই পরিসংখ্যান অনুসারে বিভিন্ন দলকে ২০১৭ সাল থেকে মোট ১৮ লাখ ইউরো (এক ইউরো = প্রায় ১৩০ টাকা) জরিমানা করা হয়েছে৷ এর মধ্যে ১১ লাখ ইউরোই জরিমানা করা হয়েছে অতি ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলটিকে৷
জরিমানার কারণগুলোর মধ্যে রয়েছে অবৈধ অনুদান, সংসদীয় দলের তহবিলের অপব্যবহার এবং আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রদানের মতো বিষয়গুলো৷
পার্লামেন্টের তথ্য অনুসারে, এএফডি-এর সবচেয়ে বড় প্রশাসনিক লঙ্ঘন ছিল ২০১৬ সালে বাডেন-ভুর্টেমবার্গ এবং ২০১৭ সালে নর্থ রাইন-ওয়েস্টফালিয়ায় রাজ্য নির্বাচনের আগে নির্বাচনী বিজ্ঞাপনের জন্য সুইস প্রতিষ্ঠান গোল এজি-এর কাছ থেকে অবৈধ অনুদান গ্রহণ৷ সুইজারল্যান্ড থেকে আরও চার লাখ ইউরো অনুদান গ্রহণের অভিযোগও রয়েছে দলটির বিরুদ্ধে৷
এখনও দলটির বিরুদ্ধে এক লাখ আট হাজার ইউরো অনুদানের অভিযোগে ফেডারেল প্রশাসনিক আদালতে মামলা চলছে৷
জরিমানা নিয়ে এএফডি কী বলছে?
আত্মপক্ষ সমর্থনে, এএফডি তার দলটির তুলনামূলক কম অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করেছে৷ দলটির এক মুখপাত্র দাবি করেছেন, ‘‘অন্যান্য দলগুলো যে অনুদান অনেক বছর ধরে তৈরি করেছে, সেই অভিজ্ঞতার ভাণ্ডার এএফডি বিশেষ করে প্রথম কয়েক বছরে ঠিকমতো কাজে লাগাতে পারেনি৷''
তিনি বলেন, বর্তমানে দলটি একটি কঠোর ‘ছয়-চোখের নীতি' (একাধিক ব্যক্তির পর্যালোচনার মাধ্যমে যাচাই করা) পরিচালনা করে এবং নিবিড় প্রশিক্ষণ প্রদান করে৷
জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগ অন্য যে দলগুলোকে জরিমানা করেছে, তার পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম৷ বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সিডিইউ-কে প্রায় দুই লাখ ইউরো, জোট সরকারের ছোট অংশীদার এসপিডি-কে প্রায় এক লাখ ৪০ হাজার ইউরো, গ্রিন পার্টিকে এক লাখ ৩৪ হাজার ইউরো, বাম দলকে ৯২ হাজার ইউরো, বাভারিয়া অঞ্চলের সিএসইউকে ৭৯ হাজার ইউরো এবং বাণিজ্যবান্ধব দল এফডিপিকে জরিমানা করা হয়েছে মাত্র দুই হাজার ৩০০ ইউরো৷
এডিকে/আরআর (ডিপিএ, ভেল্ট আম সনটাগ)