জার্মানিতে সিডিইউ-সিএসইউ এবং এসপিডির নতুন সরকার
৯ এপ্রিল ২০২৫নির্বাচনের পর কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা ও দরকষাকষির পর জার্মানির মধ্য-বামপন্থি দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এএসপিডি)-কে সঙ্গে নিয়ে সরকার গঠনে একমত হয়েছে রক্ষণশীল খ্রিস্টীয় গণতন্ত্রী দল (সিডিইউ) আর তাদের বাভারিয়া রাজ্যের সিস্টার কনসার্ন খ্রিস্টীয় সামাজিক দল (সিএসইউ)৷
বুধবার রাজধানী বার্লিনে দুই পক্ষ থেকেই জোটের গঠনের বিষয়ে ঘোষণা দেওয়া হয়৷ সিডিইউর দলনেতা ফ্রিড্রিশ ম্যার্ৎস, সিএসইউর দলনেতা মার্কোস স্যোডার এবং এসপিডির রাজনীতিবিদ সাসকিয়া এসকেন ও ক্লিংবাইল উপস্থিত ছিলেন৷
জোটের ঘোষণার সময়ে দেওয়া বক্তৃতায় ফ্রিড্রিশ ম্যার্ৎস বলেন, ‘‘জোট সরকার আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে৷''
জার্মানির নতুন সরকারের জোটে কোন কোন দল থাকছে সে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ৷ বিশেষ করে ডনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর উদ্ভুত রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় কারা জার্মানির, অর্থাৎ ইউরোপের শক্তিশালী অর্থনীতির এই দেশটির নেতৃ্ত্বে আসছেন, তা অনেক বেশি মনোযোগ আকর্ষণ করেছে৷
২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে সর্বাধিক প্রায় ২৯ ভাগ ভোট নিয়ে চালকের আসনে রয়েছে সিডিউই-সিএসইউ৷ সেই হিসেবে ফ্রিড্রিশ ম্যার্ৎস হতে যাচ্ছেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর৷ তার আগে জোটে মতানৈক্যের জেরে ভেঙে পড়েছিল এসপিডির নেতৃত্বাধীন ওলাফ শলৎসের সরকার৷
সংবাদমাদ্যমের খবরে বলা হয়, জোট গঠনের আলোচনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় ছিল অর্থনৈতিক পরিস্থিতি৷
জানা গেছে, দু'দলই সরকারের সরকারি ঋণ নিয়ে, জার্মান ভাষায় শুলডেনব্রেমজে, কঠোর সাংবিধানিক নীতি তৈরিতে একমত হয়েছে৷ এই নিয়মে পরিবর্তন আনা গেলে জার্মান সরকার প্রতিরক্ষা খাতে ব্যয়ের পরিমাণ বাড়াতে পারবে৷ সেইসাথে এই অবকাঠামো ও পরিবেশ সুরক্ষা খাতে পাঁচশ বিলিয়ন ইউরোর একটি প্যাকেজ তৈরি করতে পারবে সরকার৷
ফ্রিড্রিশ ম্যার্ৎস বলেন, ‘‘আমাদের সামনে একটি শক্তিশালী পরিকল্পনা রয়েছে, যেটি নিয়ে আমরা আমাদের দেশকে যৌথভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো৷''
তিনি বলেন, ‘‘জোটের এই চুক্তি দেশের নাগরিকদের কাছে একটি শক্তিশালী বার্তা৷ এবং এটি ইউরোপীয় মিত্রদের কাছেও একটি চিহ্ন৷ পদক্ষেপ নেওয়ার মতো একটি সরকার পেতে যাচ্ছে জার্মানি’’
এদিকে গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন সরকারে মোট আটটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারে এসপিডি৷ সিডিইউ ৬টি এবং সিএসইউ ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারে৷ চ্যান্সেলর হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেবেন সিডিইউ এর ফ্রিডরিশ ম্যার্ৎস৷
টিমোথি ইয়োনেস/আরআর (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)