জার্মানিতে পুলিশের গুলিতে ছুরি হামলার সন্দেহভাজন নিহত
১৭ মার্চ ২০২৫জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের হের্নে শহরে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিছুরি হাতে পুলিশের উপর হামলা চালিয়েছিলেন বলে দাবি করা যাচ্ছে৷
জার্মান ট্যাবলয়েড বিল্ড জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৫১ বছর এবং তিনি সকালে ছুরি হাতে তার প্রতিবেশীকে হেনস্থা করেছিলেন৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনি তার জানালা দিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুঁড়েছিলেন, আর তাতে গ্লাস ভেঙ্গে যায় বলে জানা গেছে৷
পুলিশ জানিয়েছে, তারা ওই ব্যক্তির ঘরে প্রবেশ করলে তিনি তাদের দিকে ছুরি হাতে ছুটে আসেন৷ তখন তাকে গুলি করে পুলিশ সদস্যরা৷
গুলিতে আহত ওই ব্যক্তিকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হলেও তাকে বাঁচানো যায়নি৷
জার্মানিতে ছুরি এবং পুলিশের গুলি
ডর্টমুন্ডে আরেক ঘটনায় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার কয়েকদিন পরই এই ঘটনা ঘটলো৷
চলতি বছর আরো দুটি ছুরি হামলার ঘটনা ঘটেছে৷ গতমাসে বার্লিনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে এবং জানুয়ারিতে বাভারিয়ায় প্রাণঘাতি হামলা হয়৷
জার্মানিতে এ ধরনের হামলার বেশ কিছু ঘটনা রাজনীতিতেও প্রভাব বিস্তার করছে৷ বড় রাজনৈতিক দলগুলো এই ঘটনাগুলোর কথা উল্লেখ করে অপরাধ দমনে তাদের কড়া নীতির প্রচার চালিয়েছে৷
একই সময়ে পুলিশি সহিংসতাও নাটকীয়ভাবে বেড়েছে৷ বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পুলিশের গুলিতে নিহতের সংখ্যা গত কয়েকবছরে বেশ বেড়েছে৷
এআই/এসিবি (ডিপিএ, এএফপি)