জার্মানিতে ট্রামে নারীকে হত্যাচেষ্টা, স্বামীর আত্মসমর্পণ
১৭ মার্চ ২০২৫রবিবার সকালে এক ট্রামের ভেতরে ৪৬ বছর বয়সি ওই নারীর গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। থুরিঙ্গিয়া রাজ্য পুলিশের এক মুখপাত্র জানান, ওই নারীর গায়ে আগুন দেয়ার দায় স্বীকার করে তার স্বামী ইতিমধ্যে আত্মসমর্পণ করেছেন৷
পুলিশের মুখপাত্র আরো জানান, আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে অন্যান্য যাত্রীরা ট্রাম থামানোর জরুরি বোতাম চাপেন৷ সেই সুযোগে হামলাকারী পালিয়ে যায়। ট্রামের চালক দ্রুত এসে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে দেন।আহত নারীকে ট্রামে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিমানযোগে হাসপাতালে পাঠানো হয়। সোমবার স্ত্রীর গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগানোর দায় স্বীকার করে তার স্বামী আত্মসমর্পণ করেন৷
অন্য সব যাত্রী এবং ট্রাম চালক অক্ষত থাকলেও (ট্রমা কাটাতে) তাদের ইতিমধ্যে মনস্তাত্ত্বিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
এএনএস/ এসিবি (এএফপি,এপি,ডিপিএ)