জার্মানিতে উগ্র ডানপন্থিদের হুমকিতে স্কুল বন্ধ
৭ এপ্রিল ২০২৫জার্মানির পশ্চিমাঞ্চলের শহর ডুইসবুর্গের বেশ কয়েকটি স্কুল সোমবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয়েছে। স্কুলগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে- এমন হুমকি পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হলো।
জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের পুলিশ জানিয়েছে, শুক্রবার একটি জার্মান কম্প্রিহেনসিভ স্কুল একজন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে একটি চিঠি পেয়েছে। চিঠিতে সোমবার অপরাধমূলক কর্মকাণ্ডের হুমকি দেয়া হয়েছে।
একই স্কুল রোববার হুমকি সম্বলিত আরেকটি চিঠি পেয়েছে। তবে এবারের চিঠিতে শহরটির আরো ১৩টি স্কুলেরও উল্লেখ রয়েছে।
ডুইসবুর্গের রাজ্য সুরক্ষা পরিষেবা বিশেষজ্ঞরা অবশ্য এই হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছেন না।
তবে রাজ্যের সরকারি কর্মকর্তারা ডুইসবুর্গের সমস্ত মাধ্যমিক ও কম্প্রিহেনসিভ স্কুল এবং একটি ব্যাকরণ স্কুলে সশরীরে উপস্থিতি হওয়ার ক্লাস স্থগিত করেছেন। কর্মকর্তারা ঘোষণা করেছেন যে, এই স্কুলগুলোর মধ্যে কয়েকটি অনলাইন ক্লাস অফার করবে।
১৫টি কম্প্রিহেনসিভ স্কুল এবং দুটি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১৭হাজার ৯৮০ জন শিশু পড়াশোনা করে।
শহরের অন্যান্য স্কুল খোলা থাকবে। তবে কিছু স্কুল সন্তানদের ক্লাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি অভিভাবকদের ওপরেই ছেড়ে দিয়েছে।
ভেস্টডয়চে আলগেমাইনে সাইটুং পত্রিকা জানিয়েছে, এই হুমকিকে ‘দ্বিতীয় স্তরের হুমকি' হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এর মধ্যে একাধিক শিক্ষার্থীর উপর সহিংস আক্রমণ বা মৃত্যুর হুমকির ঝুঁকিও অন্তর্ভুক্ত রয়েছে।
"যে-কোনো সম্ভাব্য অবশিষ্ট ঝুঁকি আরো কমাতে" হুমকি পাওয়া স্কুলগুলোতে উপস্থিতি বাড়ানোর কথা ঘোষণা করেছে পুলিশ। তারা জানিয়েছে যে, হুমকি দিয়ে চিঠি পাঠানো ব্যক্তি বা ব্যক্তিদের পরিচয় এবং হুমকির প্রেক্ষাপট নিয়ে তদন্ত চলছে।
এডিকে/এসিবি (এএফপি, ডিপিএ, ইপিডি)