জার্মানিতে আবার পরিবহণ ধর্মঘট
২০ ফেব্রুয়ারি ২০২৫সরকারের সঙ্গে বেতন বৃদ্ধির আলোচনায় কোনো সমাধান না হওয়ায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় ধর্মঘট পালন করতে যাচ্ছে সংস্থাটি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শ্রমিক সংগঠন ভ্যার্ডির ডাকা ধর্মঘট এর কারণে জার্মানির বাডেন ভ্যুর্টেমবার্গ, ব্রেমেন, লোয়ার স্যাক্সনি, নর্থ-রাইন ওয়েস্টফালিয়া, হেসে ও রাইনলান্ড পালাটিনেট রাজ্য প্রভাবিত হবে বলে ধারণা করা হচ্ছে। শ্রমিক সংগঠন ৮% বেতন বৃদ্ধি ও বাৎসরিক ছুটি বাড়ানোর দাবি জানিয়ে আসছে।
ভ্যার্ডির সহকারি পরিচালক ক্রিস্টিনে বেহলে বলেন, "গণপরিবহণ খাতে নিয়োজিত কর্মীদের অবস্থা খুবই সংকটাপন্ন।" ক্রিস্টিনে আরো বলেন, "এখানে কর্মীর সংখ্যা খুবই কম, যে কারণে আমাদের কাজের চাপ দিন দিন বেড়েই চলেছে।"
এই ধর্মঘটের কারণে ৭০টি ছোট বড় প্রতিষ্ঠানের প্রায় ৫৩ হাজার কর্মী কর্ম বিরতিতে থাকবেন। মঙ্গলবার দ্বিতীয় দফার আলোচনাতে বসলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। ১৪ মার্চ পটসডাম শহরে পরবর্তী আলোচনার দিন নির্ধারণ করা হয়েছে।
জার্মানির অন্যান্য শহরেও পরিবহণ শ্রমিকরা বিচ্ছিন্নভাবে কর্মবিরতি পালন করছেন। বার্লিনের নগর পরিবহণ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান (বেভাউগে) বৃহস্পতিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে।
নাটালি ম্যুলার /এসএইচ