জার্মানি থেকে ইরাকে ফেরত পাঠানো হল শরণার্থীদের
২২ জুলাই ২০২৫গত শুক্রবারও লাইপজিশ থেকে শরণার্থীদের নিয়ে আফগানিস্তানের উদ্দেশে একটি বিমান উড়েছে, তাতে ছিলেন ৮১ জন আফগান শরণার্থী৷ তাদের বিরুদ্ধে জার্মানিতে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে৷
ফ্লাইটরেডার২৪ ওয়েবসাইটের থেকে পাওয়া তথ্য অনুসারে, মঙ্গলবার জার্মান সময় সকাল ১০:৫২-এর সময় বিমানটি বাগদাদের উদ্দেশে রওনা দেয়৷ যদিও এই বিষয়ে জার্মানির মন্ত্রিসভা এখনও কোনও মন্তব্য করেনি৷
মঙ্গলবার বিমানটির ওড়ার প্রস্তুতির পুরোটাই ছিল কড়া পুলিশি পাহারার মধ্যে৷ যাত্রীদের পুলিশের গাড়ি ও বিমাবন্দরের বাসে করে বিমানের কাছে নিয়ে যাওয়া হয়৷ শুধু তাই নয়, তারা যখন বিমানের সিঁড়ি দিয়ে উঠছিল তখনও তাদের সঙ্গে ছিল জার্মান পুলিশ৷ উল্লেখ্য, ২০২৪ সালেই ৮১৬ জন ইরাকি শরনার্থীকে ফেরত পাঠায় জার্মানি৷ তাদের মধ্যে ৬১৪ জনকে ফেরানো হয়েছে ইরাকেই, বাকিরা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলিতে গেছেন৷ এ বছরের ফেব্রুয়ারি মাসে হানোফার থেকে ৪৭ জনকে ইরাকে ফেরত পাঠানো হয়৷
এসটি/এপিবি(ডিপিএ)