জার্মানি: খরচ ছাঁটাই নিয়ে জরুরি আলোচনা করবেন ম্যার্ৎস
১৭ মার্চ ২০২৫রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ ব্লকের নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, ''বৈদেশিক ঋণ নেওয়ার সীমা বাড়ানোর পাশাপাশি পরবর্তী জার্মান সরকারকে খরচ ছাঁটাই করতে হবে।''
জার্মানির সরকারি ব্রডকাস্টার এআরডি-কে ম্যার্ৎস বলেছেন, ''আমাদের জাতীয় স্তরে, রাজ্য স্তরে এবং পুরসভা স্তরে খরচ ছাঁটাই করতে হবে। তবে বিপুল পরিমাণ খরচ ছাঁটাই হবে না।''
যে আর্থিক প্যাকেজ নিয়ে দুই দলের মধ্যে আলোচনা হচ্ছে, তাতে ঋণ নেওয়ার ক্ষেত্রে জার্মানির সাংবিধান নির্দিষ্ট সীমা শিথিল করার প্রস্তাব রয়েছে।
খরচ নিয়ে আলোচনা চলছে
কোন খাতে কীরকম খরচ করা হবে তা নিয়ে সিডিইউ/সিএসইউ এবং এসপিডি নেতাদের মধ্যে আলোচনা হচ্ছে।
তারা প্রতিরক্ষা ও পরিকাঠামোয় বেশি করে খরচ করার বিষয়ে একমত হয়েছেন। কিন্তু জার্মানির পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে দুই তৃতীয়াংশের ভোটে এই প্রস্তাব পাস করতে হবে। এই প্রস্তাব নিম্নকক্ষ বুন্ডেসটাগের বাজেট কমিটির অনুমোদন পেয়ে গেছে।
প্রাথমিক আপত্তির পর জার্মানির পরিবেশপন্থি গ্রিন পার্টি এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে রাজি হয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য ১০ হাজার কোটি ইউরো বরাদ্দ করা হবে প্রতিশ্রুতি পাওয়ায় তারা ভোট দিতে রাজি হয়েছে। নতুন বুন্ডেসটাগ ২৫ মার্চ থেকে শুরু হবে।
তবে এই আর্থিক প্যাকেজের বিরুদ্ধে জাতীয় সাংবিধানিক আদালতে মামলা করার পরিকল্পনা করেছেন বেশ কিছু সাংসদ।
নির্দল সদস্য জোয়ানা কোটার এই প্যাকেজ নিয়ে ভোটাভুটি বন্ধ করার জন্য দ্বিতীয়বার আদালতের কাছে আবেদন জানিয়েছেন।
এফডিপি-ও জানিয়েছে, তারা মামলা করার কথা ভাবছে। তাদের দাবি, এই প্যাকেজ নিয়ে যথেষ্ট আলোচনা করা হয়নি।
জোট নিয়ে কঠিন আলোচনা
ম্যার্ৎস জানিয়েছেন, জোট নিয়ে এসপিডি-র সঙ্গে 'খুবই কঠিন আলোচনা' হবে। বিশেষ করে সংস্কার ও জাতীয় বাজেটে সম্ভাব্য অর্থ বাঁচানো নিয়ে কথা হবে।
ম্যার্ৎসের বক্তব্য, ''আমাদের অর্থ বাঁচাতেই হবে।'' তিনি বলেছেন, ''কবে এই জোটগঠন হবে, তা এখনই বলা যাচ্ছে না। আলোচনা শেষ হয়নি। আমরা নতুন সরকার শুরুর কোনো তারিখ দিতে পারছি না।''
জিএইচ/এসজি(ডিপিএ, এএফপি)