জার্মান সংসদে এএফডি: হিটলার, ঘৃণা ও গুণ্ডামি ‘পছন্দ করা’ কয়েকজন
আগের বারের তুলনায় জার্মান সংসদ বুন্ডেসটাগে চরম ডানপন্থি দল এএফডির সদস্য সংখ্যা দ্বিগুণ৷ ১৫২জন সংসদ সদস্যের মধ্যে কয়েকজন নানা কারণে বিতর্কিত৷ তাদের নিয়েই এই ছবিঘর...
মাটিয়াস হেলফেরিশ
২০২১ সালে ফেসবুকে ফাঁস হওয়া একটি চ্যাটে হেলফেরিশ নিজেকে ‘এনএসের বন্ধুত্বপূর্ণ মুখ’ হিসাবে তুলে ধরেন৷ এনএস, অর্থাৎ ন্যাশনাল সোশালিজম বা নাৎসিবাদী আদর্শ, যে আদর্শের কারণে জার্মানিতে আডলফ হিটলারের হাত ধরে চরম ডানপন্থা ভয়াবহ নৃশংসতাকে বাস্তবায়িত করে৷ খুন হন লাখ লাখ মানুষ৷ ৩৬ বছর বয়সি এই এএফডি রাজনীতিক দলটির অন্যতম চরমপন্থি সদস্য৷
মাক্সিমিলিয়ান ক্রাহ
ইটালির এক সংবাদপত্রকে ক্রাহ বলেন, নাৎসি আমলের আধাসমরিক সংস্থা এসএস বিশ্বযুদ্ধের সময় ‘তেমন খারাপ’ ছিল না৷ এমন মন্তব্যের পর ইউরোপের অন্যান্য ডানপন্থি দলও ক্রাহকে একটু দূরে রাখতে শুরু করে৷ এএফডিও ২০২৪ সালের প্রচারণার পোস্টার থেকে তার ছবি সরিয়ে নেয়৷ কিন্তু বুন্ডেসটাগে তাকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান আলিস ভাইডেল৷
ইয়ান ভেনজেল শ্মিডট
তার দল এএফডির স্যাক্সনি রাজ্যের সদস্যরাই তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং ও মিথ্যাচারের অভিযোগ তুলেছে৷ তা সত্ত্বেও বুন্ডেসটাগ সদস্য হয়েছেন এবং একজন নব্যনাৎসি ও ঘোষিত ফ্যাসিবাদপ্রেমীকে তার কার্যালয়ে নিয়োগ দিয়েছেন এএফডির এই তরুণ নেতা৷
স্টেফান প্রচকা
এএফডির শাখা সংগঠন এবং চরম ডানপন্থি হবার কারণে নিষিদ্ধ ঘোষিত ‘ডেয়ার ফ্ল্যুগেল’-এর সদস্য ছিলেন প্রচকা৷ হলোকস্টে নিহতদের ছবির অবমাননাকর মন্তব্য করা একটি ফেসবুক গ্রুপ ‘দ্য পেট্রিয়টস’-এরও সদস্য ছিলেন তিনি৷ আনে ফ্রাঙ্ক, যার বিখ্যাত ডায়েরি গোটা বিশ্বের কাছে পরিচিত, তার মুখের একটি ছবি একটি পিৎজা বক্সে বসিয়ে ঠাট্টা করে পোস্ট করে এই গ্রুপটি৷ সাথে ছিল ক্যাপশন ‘ডি ওফেনফ্রিশে’, অর্থাৎ সদ্য চুল্লি থেকে বেরোনো৷
ডারিও জাইফার্ট
৩১ বছর বয়সি এই এএফডি রাজনীতিক এৱ আগে নব্য নাৎসি সংগঠন ‘ইয়ং ন্যাশনাল ডেমোক্র্যাটস’-এর সদস্য ছিলেন৷ এই সংগঠনের ডানপন্থার ধরন এতটাই চরম যে, খোদ এএফডিও বাধ্য হয়ে তাকে কালো তালিকাভুক্ত করে৷ জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল যে আসন থেকে জিতে এসেছিলেন সংসদে, সেই আসনেই এবার জয়যুক্ত হয়েছেন ডারিও জাইফার্ট৷
স্টেফান ম্যুনৎসেনমায়ার
বুন্ডেসটাগে এএফডির ‘মাস্টারমাইন্ড’ বলা হয় স্টেফান ম্যুনৎসেনমায়ারকে, কারণ, তিনিই আলিস ভাইডেলকে তৈরি করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তি৷ ফুটবল ম্যাচে বিশৃঙ্খলার একটি ঘটনায় তাকে দশ হাজার ইউরো জরিমানা দিতে হয় ২০১৮ সালে৷ ওই ঘটনায় একজনকে গুরুতর শারীরিক আঘাত করার অপরাধে তখন ছয় মাসের জন্য দল থেকে বহিস্কার করা হয় তাকে৷