জার্মান নির্বাচনে উৎসবের আমেজ
জার্মানির নির্বাচন সাধারণত হয় সাদামাটা৷ বাংলাদেশ বা ভারতের নির্বাচনের মত অতটা উৎসবমুখর নয়৷ কিন্তু এবার জার্মানির কার্নিভাল উৎসবের সময়টাতে নির্বাচন হওয়ায় রঙ্গিন পোশাকেও অনেকে এসেছেন ভোট দিতে৷
কুমির ক্রিস্টোফার
ভোটার ক্রিস্টোফার৷ এসেছেন সবুজ কুমিরের পোশাকে৷ ভোটকক্ষে পর্দার পিছনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন৷ জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যের শহর ডামেতে কার্নিভাল উৎসবের বিশেষ দিন ‘রোজেন মোনটাগের’ এক সপ্তাহ আগে ঐতিহ্যবাহী ফাস্টনাখট উৎসব হয়৷ সেই উৎসবের জমকালো পোশাক পরে এসেছেন তিনি ভোট দিতে৷
হেনরিকের টুপি
ট্রাফিক কোণের টুপি আর একই রঙের পোশাক পরে এসেছেন হেনরিক৷ ভোট দেয়া শেষ৷ তিনিও লোয়ার সাক্সনি রাজ্যের বাসিন্দা৷
সুপারস্টার নিকো
কয়েক দশক আগে ফিরে গেছেন ডামে শহরের নিকো৷ পরেছেন ৭০ দশকের সুপারস্টারদের পোশাক৷
লিন্ডার যুদ্ধসাজ
আরো আগে ফিরে গেছেন লিন্ডা৷ তলোয়ারবিহীন যুদ্ধের পোশাকে এসেছেন ভোট দিতে৷
ব্ল্যাক ফরেস্টের ঐতিহ্যবাহী পোশাকে
জার্মানির ব্ল্যাক ফরেস্ট এলাকায় থাকেন এই নারীরা৷ তারাও সেখানকার ঐতিহ্যবাহী পোশাকেই এসেছেন ভোট দিতে৷
২৩ ফেব্রুয়ারির ভোট
জার্মানির আগের জোট সরকার ভেঙ্গে যাওয়ায় সময়ের আগেই হচ্ছে সংসদ নির্বাচন৷ ২৩ ফেব্রুয়ারি জার্মানির মানুষ তাদের পরবর্তী সংসদ প্রতিনিধিদের নির্বাচনের জন্য কেন্দ্রগুলোতে ভোট দিতে যান৷