জামিন পেলেন খালেদা জিয়া
১৬ অক্টোবর ২০০৮বিজ্ঞাপন
প্রায় ১ ঘন্টা শুনানী শেষে দায়রা জজ আদালত খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন৷ খালেদা জিয়ার আইনজীবী সাংবাদিকদের জানান, এই মামলা ষড়যন্ত্রমূলক৷ বর্তমান সরকার একটি অনিশ্চিত সরকার৷ আর খালেদা জিয়া ছিলেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী৷
অন্যদিকে, একই মামলায় পলাতক ৫ জন আসামী আদালতে হাজির হলেও আরেক পলাতক আসামী জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ হাজির হননি৷ যদিও তিনি পলাতক অবস্থায় মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে সংলাপে উপস্থিত ছিলেন৷ সরকার পক্ষের আইনজীবীরা জানান, আইন অনুযায়ী এখন মুজাহিদের মালামাল ক্রোকের আদেশ দেয়া উচিত৷
অন্যদিকে, শুনানির পর বৃহস্পতিবার মামলাটি বিচারের জন্য বিশেষ আদালতে পাঠানো হয়েছে৷ আর ভিন্ন আবেদনে হাইকোর্ট খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত রেখেছে৷