সমাজজাপান
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন
৮ জুলাই ২০২২বিজ্ঞাপন
এর আগে নির্বাচনী প্রচারে তিনি গুলিবিদ্ধ হন এবং জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। তার বুক থেকে প্রচুর রক্তপাত হতে থাকে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো বলেছেন,‘‘সকাল সাড়ে এগারোা নাগাদ আবে গুলিবিদ্ধ হন। অভিযুক্ত বন্দুকধারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবে কেমন আছেন তা জানা নেই।’’
ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক জানিয়েছেন, আবে ভাষণ দিচ্ছিলেন। সেসময় তিনি পরপর দুইবার গুলির শব্দ শোনেন।
টিভির ফুটেজে দেখা গেছে, শিনজে রাস্তায় বুকে হাত দিয়ে পড়ে আছেন। তার জামা রক্তে ভেজা।
ঘটনাস্থলে থাকা এক নারী জানিয়েছেন, ''আবে ভাষণ দিচ্ছিলেন। তখন একজন পিছন থেকে এসে তাকে গুলি করে। প্রথম গুলির পর আবে দাঁড়িয়েছিলেন। দ্বিতীয় গুলির পর তিনি পড়ে যান।''
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)