জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় ইরানের ওপর অবরোধ পুনরায় নিশ্চিত করার সিদ্ধান্ত
২৭ সেপ্টেম্বর ২০০৮নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় ইরানের ওপর অবরোধ পুনরায় নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ নিরাপত্তা পরিষদের ৬টি প্রধান দেশ ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জার্মানি শুক্রবার যে খসরা সিদ্ধান্ত প্রকাশ করে তাতে , তেহরানের পারমাণবিক প্রকল্পের ওপর বিরাজমান নিশেধাজ্ঞা পুনরায় আরোপ করা হয়৷
ইরানের পারমানবিক কর্মসূচীর ওপরে এর আগে নেয়া ৩ টি অবরোধই পুনরায় আরোপের ব্যাপারে একমত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷নিউইয়র্কে জাতিসংঘ সাধারন পরিষদের বৈঠক থেকে কুটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়৷ তারা বলেন, সিদ্ধান্ত অনুযায়ী ইরানের ওপর নতুন অবরোধ আরোপের কোন ব্যাবস্থা রাখা হয়নি৷ কেবল মাত্র আগের অবরোধই পুনরায় নিশ্চিত করা হয়েছে৷ অবরোধ আরোপ সংক্রান্ত নির্ধারিত আলোচনা থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নেয়ার দুদিন পর শুক্রবার আলোচনা অনুষ্ঠিত হলো৷ শান্তিপূর্ণ কাজের জন্যেই ইরানের পারমাণবিক কর্মসূচী, তেহরান এই কথা বলে আসলেও, ইরান পারমণবিক অস্ত্র তৈরী করছে বলেই পশ্চিমা শক্তিগুলোর সন্দেহ৷
ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরন কর্মসূচী বন্ধ করতে অস্বিকার করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই পর্যন্ত ইরানের ওপর তিন দফা অবরোধ আরোপ করেছে৷ নিরাপত্তা পরিষদের শুক্রবারের সিদ্ধান্ত অনুযায়ী সেই অবরোধই পুনরারোপিত হলো৷ এদিকে নিরাপত্তা পরিষদের শুক্রবারের আলোচনা বর্জন করেন জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালী চুরকিন৷ তবে বৈঠকের পর কুটনীতিকরা বলেন, ইরানের ব্যাপারে নতুন খসরায় আগামী সপ্তাহের আগে ভোটাভুটি হবে না৷ জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, খসরা প্রস্তাবটি সর্ব সম্মতিক্রমে পাস হবে বলেই আমরা আশাবাদী৷ তিনি সতর্ক করে দিয়ে বলেন, তেহরান যদি সিদ্ধান্ত না বদলায় তাহলে আরো একঘরে হয়ে পরবে৷